There is no Internet Connectivity, you have to travel 6 kilometers every day to take online classes
Online classes problem: Internet Connectivity-র সুবিধা নেই এলাকায় । বাধ্য হয়ে Online Class করতে প্রতিদিন 6 KMদূরে যেতে হচ্ছে Student দের। এমনই সমস্যার সম্মুখীন হয়েছেন কেরলের ইডুকি রাজামালার Student-রা।
Covid Situation এ পড়াশোনায় বাদ সাধছে Lockdown। শারীরিক উপস্থিতির পরিবর্তে ভরসা Online Class।
দেশের বহু জায়গায় Internet Connectivity উন্নত না হওয়ায় ফল ভুগতে হচ্ছে Student দের।
আপাতত National Park of Eravikulam-র কাছে বসেই Class করছে Student-রা।
Online classes problem in Covid Situation:
এ ছাড়াও Electricity-র অভাব Internet-র সুবিধা পেতে সমস্যা বাড়াচ্ছে ।
এমনিতেই গত 2 Years ধরে Syllebus শেষ করতে কালঘাম ছুটছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির।
Exam নেওয়ার বিষয়টাও মাথায় রাখতে হচ্ছে School Collage or Board কর্তৃপক্ষকে।
অসুরক্ষিত হয়ে পড়েছে সেইসব অনাথ শিশুদের ভবিষ্যৎ।
‘National Mission of Protection of Child Rights’ (NCPCR)-এর তথ্য বলছে, দেশে এখন এমন অভিভাবকহীন শিশুর সংখ্যা 9,346 জন।
যাদের Education-র জন্য Monthly টাকার ব্যবস্থা করেছে Government।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।