25 government hospitals and medical colleges & 35 oxygen plants are being set up in the state

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

 New oxygen plants to be set up in govt hospitals & medical collage


rr


Covid সংক্রমণে Oxygen-র চাহিদা আকাশছোঁয়া। তাই এমন সঙ্কটকালে 25 টি State Government, Medical College and Super Specialty Hospital আরও 35 টি Oxygen plant তৈরির সিদ্ধান্ত নিল |

এই Oxygen plant তৈরির দায়িত্ব দেওয়া হল Department of Public Health and Technical-কে।

জানা গিয়েছে, In the health department-র পক্ষ থেকে এই Oxygen Plant তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কিন্তু Covid সংক্রমণের সময়ে যেহেতু Health Department বহু কাজে ব্যস্ত, তাই Quickly এই Plant তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে Department of Public Health and Technical-কে। Govt hospitals & medical collage |

Group Cards
Google News View Now

দায়িত্ব হাতে পাওয়ার পরেই Tender করা হয়ে গিয়েছে |

আগামী June মাসের মধ্যেই যাতে এই Plant গুলি চালু করা যায়।স্বাস্থ্যভবন সূত্রে, Covid পরিস্থিতিতে ওই Hospital গুলির উপর চাপ কমাতেই এই Decision নেওয়া হয়েছে |

Kolkata-র SSKM, Nilratan Government Medical College-র পাশাপাশি, Bankura Christian Medical College, North Bengal Medical College, Kalyani Medical College-র মতো Hospital গুলিতেও Oxygen Plant বসানো হবে।

এই Hospital গুলিতে আগে থেকেই Oxygen Plant রয়েছে। কিন্তু Covid সংক্রমণের পরিস্থিতিতে তা পর্যাপ্ত নয় বলে মনে করা হচ্ছে। কারণ, Covid সংক্রমণের 2nd Stage কমে গেলেও, November মাসে 3rd Stage আসতে পারে বলেই আশঙ্কা Physicians-র।

সে কারণে Government big hospital গুলির পাশাপাশি, Medical Collage গুলিতেও Permanently Oxygen Plant তৈরি করা হচ্ছে। Department of Health এই Project বাবদ Department of Public Health and Technical-কে 50 Crore টাকা বরাদ্দ করেছে।

এই Plant গুলি সেই অর্থেই তৈরি করা হবে বলে জানানো হয়েছে। In the Public Health and Technical Department-র মন্ত্রী পুলক রায় বলেছেন, “Chief Minister-র নির্দেশ পাওয়া মাত্রই আমরা এই কাজ শুরু করেছি।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here