HomeEducationMadhyamik History Suggestion 2023 : Check Now –WBBSC /Download PDF /Direct Link

Madhyamik History Suggestion 2023 [100%]: Check Now –WBBSC /Download PDF /Direct Link

Madhyamik History Suggestion 2023 [100%]: In this article, we provide the History Suggestion for Madhyamik 2023 Exam. Check it now, Here we provide- Madhyamik Suggestion 2023 All Subject, WB Madhyamik Bengali Suggestion 2023 PDF Download,  Madhyamik Suggestion 2023 (WBBSE) – 90% Must, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 PDF

Check Madhyamik 2023 All Subject Suggestion -100%

Chapter 01 ইতিহাসের ধারণা। (Ideas Of History)
Chapter 02 সংস্কার: বৈশিষ্ট্য ও মূল্যায়ন।
Chapter 03 প্রতিরোধ ও বিদ্রোহ।
Chapter 04 সংঘবদ্ধতার গোড়ার কথা।
Chapter 05 বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত): বৈশিষ্ট্য ও পর্যালোচনা।

Madhyamik History Suggestion 2022:

  • ইতিহাসের ধারনা
    • প্রশ্নমান ২
  1. সামাজিক ইতিহাস কী?
  2. ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী?
  3. স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো?/আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন?
  4. পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?
  5. স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়?
  6. সরকারি নথিপত্র বলতে কী বোঝো?
  7. ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের বিষয়বস্তু কী ছিল?
  8. আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো?
  9. নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝো?
  10. নারীবাদী ইতিহাসচর্চা বলতে কী বোঝো?
  11. আধুনিক ভারতের ইতিহাস রচনায় সরকারি নথিপত্র গুরুত্বপূর্ণ কেন?
  12. নতুন সামাজিক ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী?
  13. ব্রিটিশ সরকার কেন ১৮৭৮ সালে ‘সোমপ্রকাশ’ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়?
  14. কবিগুরুর স্বদেশ ভাবনার কীরুপ চিত্র তার আত্মজীবনীতে ফুটে উঠেছে?
  15. ইতিহাস গবেষনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখ।
  16. সোমপ্রকাশকে বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র বলা হয় কেন?
  17. ফটোগ্রাফ কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হয়ে উঠেছে?
  18. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জহরলাল নেহরুর চিঠিগুলি ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ কেন?
  19. ইতিহাসের উপাদানরূপে বঙ্গদর্শনের গুরুত্ব কী?
  20. খেলাধূলা কীভাবে জাতীয়তাবাদের বিস্তারে সহায়ক হয়?
  • সংস্কারঃ  বৈশিষ্ট্য ও পর্যালোচনা
    • প্রশ্নমান ২
  1. বাংলার নারী শিক্ষাবিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো।
  2. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন?
  3. ‘মেকলে মিনিট’/ ‘McLean minutes’ কী?
  4. সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল?
  5. সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী?
  6. মধুসূদন গুপ্ত কে ছিলেন?
  7. ‘নববিধান’ কী?
  8. এদেশে পাশ্চাত্য শিক্ষাবিস্তারে খ্রিস্টান মিশনারীদের প্রধান উদ্দেশ্য কী ছিল?
  9. ‘নব্যবঙ্গ আন্দোলন’ বলতে কী বোঝো?
  10. ব্রাহ্মসমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো।
  11. স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন ‘নব্য’?
  12. ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ১৮১৩ সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল?
  13. ডেভিড হেয়ার স্বরনীয় কেন?
  14. প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কী বোঝো?
  15. ‘Filtration Theory’ বা ‘ক্রমনিম্ন পরিস্রুত নীতি’ বলতে কী বোঝো?
  16. উডের নির্দেশনামা বলতে কী বোঝো?
  17. উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণ বলতে কী বোঝো?
  18. ফোর্ট উইলিয়াম কলেজ কে, কবে কী উদ্দেশ্যে স্থাপন করেন?
  19. ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ কাকে কেন বলা হয়?
  20. ‘তিন আইন’ বলতে কী বোঝো?
  21. ডিরোজিও কেন কর্মচ্যুত হন?
  22. ‘শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হত?
  23. হাজী মহম্মদ মহসীন বিখ্যাত কেন?
  24. শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো।
  25. উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণকে কলকাতা কেন্দ্রিক জাগরণ বলা হয়েছে কেন?

Madhyamik History Suggestion 2023

  • প্রশ্নমান  8
  1. স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখা করো।
  2. ‘হুতোম প্যাঁচার নকসা’ গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়?
  3. এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কী ভূমিকা ছিল?
  4. ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’য় উনিশ শতকের বাংলার গ্রামীন সমাজের কীরূপ ছবি ফুটে উঠেছে?
  5. টীকা লেখঃ ইয়ং বেঙ্গল আন্দোলন
  6. ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো।
  7. পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন?
  8. রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
  9. সমাজ সংস্কারে কেশবচন্দ্র সেনের অবদান পর্যালোচনা করো।
  10. নীলদর্পন’ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়?
  11. উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্কওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন?
  12. শ্রীরামকৃষ্ণদেবের ‘সর্বধর্ম সমন্বয়ের আদর্শ’ ব্যাখা কর?
  13. টীকা লেখোঃ উডের নির্দেশনামা
  14. পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো।
  15. নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো।
  • প্রশ্নমান  ৮
  1. শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
  2. উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল?
  3. বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন?
  4. বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল?
  • প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
    • প্রশ্নমান ২
  1. ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
  2. নীলকররা নীলচাষীদের উপর কীভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করো।
  3. দুদু মিঞা স্বরণীয় কেনো?
  4. নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল?
  5. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন?
  6. নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কীরূপ ভূমিকা ছিল?
  7. চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল?
  8. বিপ্লব বলতে কী বোঝায়?
  9. মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?
  10. ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার তিনটি কারণ উল্লেখ করো।
  11. কোল বিদ্রোহের কারণ কী?
  12. বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝো?
  13. ‘খুঁৎকাঠি প্রথা’ বলতে কী বোঝো?
  14. বিরসা মুন্ডা কে ছিলেন?
  15. ব্যবসায়ীরা কীভাবে সাঁওতালদের শোষন করত?
  16. ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল?
  17. সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী ছিল?
  18. পাবনা কৃষক বিদ্রোহ কী কারণে ঘটেছিল?
  19. বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কী?
  20. ‘সাঁওতাল হুল’ বলতে কী বোঝো?
  21. দাঁদন কী?
  22. ১৮৭৮ সালের অরণ্য আইনে কী বলা হয়েছিল?
  23. চুয়ার বিদ্রোহকে ‘চুয়াড় বিপ্লব’ বললে কেন ভুল বলা হবে?
  24. কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
  25. জমিদার কৃষ্ণদেব রায়ের সঙ্গে তিতুমীরের সংঘাতের কারণ কী ছিল?
  • প্রশ্নমান  8
  1. ১৮৫৫ সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন?
  2. কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন?
  3. টীকা লেখঃ ফরাজি আন্দোলন
  4. টীকা লেখঃ বারাসাত বিদ্রোহ
  5. নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজের মনোভাব কীরূপ ছিল?
  6. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ কী কৃষক বিদ্রোহ ছিল?
  7. ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কী ছিল?
  8. বাংলায় তিতুমীরের আন্দোলনের গুরুত্ব কী ছিল?
  9. টীকা লেখঃ কোল বিদ্রোহ
  10. টীকা লেখঃ মুন্ডা বিদ্রোহ
  • প্রশ্নমান  ৮
  1. নীল বিদ্রোহ কেন ঘটেছিল? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।নীল বিদ্রোহ কেন ঘটেছিল? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
  • সংঘবদ্ধতার গোড়ার কথা” বিশ্লেষণ ও বৈশিষ্ট্য
    • প্রশ্নমান ২
  1. উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে ‘সভা-সমিতির যুগ’ বলা হয় কেন?
  2. ‘আনন্দমঠ’ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল?
  3. মহারানির ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল?
  4. ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়?
  5. জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো।
  6. উনিশ শতকে জাতীয়তাবাদী উন্মেষে ‘ভারতমাতা’ চিত্রটির কীরূপ ভূমিকা ছিল?
  7. জমিদার সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
  8. গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন?
  9. গভর্নর জেনারল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য কী?
  10. জাতীয়তাবোধের জাগরণে হিন্দুমেলা কীরূপ ভূমিকা পালন করেছিল?
  11. ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন?
  12. মহারনির ঘোষনাপত্র বলতে কী বোঝো?
  13. ১৮৫৭ সালের বিদ্রোহকে কী ‘জাতীয় বিদ্রোহ’ বা ‘স্বাধীনতার প্রথম সংগ্রাম’ বলা যায়?
  14. ভারতসভা কোন কোন বিষয়ে আন্দোলন করেছিল?
  15. ‘ইলবার্ট বিল বিতর্ক’ বলতে কী বোঝো?
  • প্রশ্নমান  8
  1. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল?
  2. ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে কী সামন্তশ্রেণির বিদ্রোহ বলা যায়?
  3. টীকা লেখঃ হিন্দু মেলা
  4. টীকা লেখঃ বঙ্গভাষা প্রকাশিকা সভা
  5. ভারতসভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জীর ভূমিকা বিশ্লেষণ করো।
  6. ‘আনন্দমঠ’ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
  7. মহারানির ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী?
  8. অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারতমাতা’ চিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
  9. বঙ্গভাষা প্রকাশিকা সভা ও জমিদার সভা তাদের উদ্দেশ্য পূরণে কতদূর সফল হয়েছিল?
  10. ১৮৫৭ সালের বিদ্রোহ কী সিপাহী বিদ্রোহ ছিল?
  • প্রশ্নমান  ৮

 ১)উনিশ শতকে লেখা ও রেখার মাধ্যমে কিভাবে ভারতে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে?

২) সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।

Read More : Duare Sarkar Application Status Check Online (WB)

  • বিকল্প চিন্তা ও উদ্যোগঃ বিশ্লেষণ ও পর্যালোচনা
    • প্রশ্নমান ২
  1. উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’-এর ভূমিকা কী ছিল?
  2. ‘বিশবভারতী’ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
  3. বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল?
  4. বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী?
  5. চার্লস উইলকিনস কে ছিলেন?
  6. বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী?
  7. বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা?
  8. ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন?
  9. রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কেন?
  10. কারিগরি শিক্ষাবিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের ভূমিকা কী ছিল?
  11. ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল?
  12. শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?
  13. উনিশ শতকে বাংলায় ব্যাবসায়িক ভিত্তিতে ছাপাখানা বিকশিত হয়েছিল কেন?
  14. উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘কলকাতা বিজ্ঞান কলেজে’র ভূমিকাকী ছিল?
  15. মুদ্রণের ইতিহাসে ১৮০০ সাল গুরুত্বপূর্ণ কেন?
  16. বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কীরূপ অবদান ছিল?
  17. রবীন্দ্রনাথ কীভাবে ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার সমালোচনা করেছেন?
  18. উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘বসু বিজ্ঞান মন্দির’-এর ভূমিকা কী ছিল?
  19. জাতীয় শিক্ষা পরিষদের কর্মসূচি কী ছিল?
  20. বাংলার অধিকাংশ ছাপাখানা কলকাতায় গড়ে উঠেছিল কেন?
  • প্রশ্নমান  8
  1. বাংলায় কারিগরি শিক্ষাবিস্তারে ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের’ ভূমিকা কী ছিল?
  2. ছাপাবইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সস্পর্ক বিশ্লেসণ করো।
  3. শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি  অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?
  4. বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল?
  5. বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরির কীরূপ অবদান ছিল?
  6. বিজ্ঞানচর্চার বিকাশে ‘বসু বিজ্ঞান মন্দির’-এর কীরূপ ভূমিকা ছিল?
  7. রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার সমালোচনা করেছেন?
  8. বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার পরিচয় দাও।
  9. বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কীরূপ অবদান ছিল?
  10. বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে স্যার উইলিয়াম কেরির কীরূপ অবদান ছিল?
  • প্রশ্নমান  ৮
  1. মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
  2. ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও।
  3. উনিশ শতকে ছাপাখানার বাণিজ্যিক উদ্যোগে বাঙালির অবদান সংক্ষেপে আলোচনা করো।

Madhyamik History Suggestion 2023

  • English Suggestion 2022 Madhyamik: Click Here
  • History Suggestion 2022 Madhyamik:      Click Here
  • Geography Suggestion 2022 Madhyamik:  Click Here
  • Mathematics Suggestion 2022 Madhyamik:  Click Here
  • Life Science Suggestion 2022 Madhyamik    Click Here
  • Physical Science Suggestion 2022 Madhyamik: Click Here

NEW**For Your future prospect and choosing the right career, One way to contact “Smart Update24”, We will help you, For think about your Bright Future.
Note: Please Fill-up This Google Form & Join Our WhatsApp Group –Link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular