Library Job Vacancy 2021 || West Bengal Librarian Recruitment
Library Job Vacancy 2021: ফের নিয়োগের তৎপরতা শুরু করে দিল School Service Commission | দীর্ঘদিন ধরেই Teacher Recruitment Proceaa কার্যত আটকে রয়েছে। কিন্তু এবার Librarian Recruitment এ তৎপরতা শুরু করে দিল State Government। Department of School Education সূত্রে খবর 1000 ও বেশি Librarian পদে Vacancy রয়েছে এখনো পর্যন্ত। যদিও সেই সংখ্যা বাড়তে পারে বলে Estimates department officials-দের।
School-র Librarian-র Vacancy পাঠানোর নির্দেশ দেওয়া হবে খুব শীঘ্রই বলে Department of School Education সূত্রে খবর।
তবে ইতিমধ্যেই Minister of Education তরফের নিয়োগের তৎপরতা শুরু করে দেওয়ার নির্দেশ SSC কে দেওয়া হয়েছে বলে School Service Commission সূত্রের খবর।
Read More: Vaccine slot booking in the state through WhatsApp Chat Bot is now even easier | Learn more |
The last librarian appointment রাজ্য স্কুলগুলিতে করা হয়েছিল 2012 সালে।
অর্থাৎ 2012 সালে Notice দিয়ে 2013 সালের মধ্যেই Recruitment process শেষ করা হয়েছিল।
প্রায় 8 Years পর State Government-র স্কুলগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে।
School Service Commission সূত্রে জানা গেছে, এক্ষেত্রে written test and interview-র মাধ্যমে Appoinment হবে।
শুধু Qualified হিসেবে Librarian Science এর উপর Course করা আছে নাকি সেটাও দেখা হবে ।
যদিও 8 Years বাদে লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়া শুরু হবে |
তবে বিভিন্ন জেলা থেকে Vacancy List এলে Quick ads দেওয়া হবে |
Library Job Vacancy 2021: School Service Commission
অন্যদিকে এখনও আইনি জটিলতায় কার্যত আটকে রয়েছে Recruitment of teachers to upper primary-র প্রক্রিয়া।
Interview List বের করতে চেয়ে 4 Weeks কোর্টের কাছে সময় চেয়েছিল SSC।
সেই Limited Time ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। Next পদক্ষেপ SSC তরফে কি নেওয়া হবে তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি ।
অন্যদিকে High Court-র নির্দেশ রয়েছে 31st July এর মধ্যেই upper primary নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। অন্যদিকে upper primary নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টের দেওয়া সময়সীমার মধ্যে করার দাবি নিয়ে ইতিমধ্যেই Social Site গুলোতে বিভিন্ন পদ্ধতিতে আন্দোলন শুরু করেছেন SSC job seeker-রা। তার মধ্যেই লাইব্রেরিয়ান নিয়োগ এর খবর আশায় কিছুটা স্বস্তিতে Job seeker-দের একাংশ।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।