How to earn 1 Crore Rupees In 2021 by Online Gohoardings
Legendary Marketer: ডিজিটাল মিডিয়ার যুগে দেখা যাচ্ছে প্রায় সব কিছুই Digital হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে Online hoardings-র Business এ ভাল লাভ করার দারুণ সুযোগ রয়েছে ৷
Gohoardings.com এর Founder Dipti Awasti Sharma এই business করে মাসে প্রায় 1 Crore টাকা আয় করছেন Dipti Sharma 2016 সালে অনলাইন হোর্ডিংয়ের business শুরু করেছিলেন ৷
তখন তাঁর বয়স মাত্র 27 Years ছিল ৷ মাত্র 50,000 টাকা invest করে এই ব্যবসা শুরু করেছিলেন ৷ Next Year থেকে প্রায় 12 Crore টাকা আয় করতে শুরু করেন ৷ এবং 1 Year পর Company-র Turnover প্রায় 20 কোটির বেশি হয়ে যায় ৷
Read More: ISRO VSSC Recruitment 2021: Apply for the position of ‘Junior Research Fellow’ Learn more |
Legendary Marketer, Marketing and Technology-র সাহায্যে এই Business শুরু করা যেতে পারে ৷ এর জন্য কেবল আপনার Domain Name দিয়ে একটি Website বানাতে হবে ৷ এবং সেটা নিজেকে Promote করতে হবে ৷
প্রথমে দেখতে হবে Where and who to advertise দেওয়ার জন্য জায়গা খুঁজছে ৷ তাঁদের সঙ্গে Contact করতে হবে ৷ এইভাবে দ্রুতগতিতে বাড়তে থাকবে আপনার ব্যবসা ৷
Read More: World Population Day: Learn 14 interesting things about World Population Day here
সবচেয়ে প্রথমে Go hoarding-র ওয়েবসাইটে User দের Log in করতে হবে ৷ এরপর ওয়েবসাইটে গিয়ে Self Location Search করে select করতে হবে Location select হওয়ার পর company-র কাছে একটি E-mail যাবে ৷
এরপর Company-র তরফে site and location সম্বন্ধে confirmation গেলে গ্রাহকের তরফে Artwork and order আসবে ৷ লোকেশন সাইটে Live হওয়ার জন্য একটি ID and Password দেওয়া হয়ে থাকে ৷ এই company monthly জন্য একটি হোর্ডিংয়ের ক্ষেত্রে 1 Lakh টাকা নিয়ে থাকে ৷