FASTag: Delhi Metro launches India’s 1st UPI based cashless parking & MMI facility at Kashmir Gate station
Kotak FASTag: FASTag-এর মাধ্যমে এবার Parking-র ভাবনাকেও বাস্তবায়িত করতে চাইছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। মঙ্গলবার Delhi-র Kashmir Gate Metro স্টেশনে দেশের প্রথম FASTag ভিত্তির পার্কিং পরিষেবা চালু করা হল।
Read More: Belgium: ১১ বছর বয়সে পদার্থবিদ্যায় স্নাতক এক বিস্ময় বালক | পড়ুন বিস্তারিত |
এর ফলে পার্কিংয়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে না। গাড়ি নির্দিষ্ট স্থানে যতক্ষণ সময় ধরে থাকবে, সেই অনুযায়ী নেওয়া হবে Parking Charge। এই ধরনের Government Parking Asia তে প্রথম।
Kotak FASTag এর ফলে আগামিদিনে দেশের বিভিন্ন স্টেশন, Airport Parking, Facility তে এই Technology Use করা যেতে পারে।
Read More: WhatsApp android: ফোনের নম্বর গোপন রেখে হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপায় | জানুন বিস্তারিত |
1st, Cashless money transaction বাড়বে। পুরো process টি আরও স্বচ্ছ হবে। 2nd, দ্রুত পার্কিং-এ গাড়ি রাখা-বের হওয়া সম্ভব হবে। যানজটের সম্ভাবনা এড়ানো যাবে। যে কোনও UPI ভিত্তিক App-র মাধ্যমে QR Code scan করে টাকা দেওয়ার সুবিধাও থাকছে।
Read More: e-PAN: মাত্র ১০ মিনিটে ডাউনলোড করুন PAN কার্ড, জানুন বিস্তারিত |
এ বিষয়ে Delhi Metro-র কর্তা মঞ্জু সিং বলেন, ‘এই Cashless process টি Government-র Digital India উদ্যোগের একটি অংশ। আমরা এটিকে Pilot Project হিসাবে বাস্তবায়িত করেছি। এর থেকে প্রাপ্ত প্রতিক্রিয়ার ভিত্তি করে আগামিদিনে আরও বেশি প্রযুক্তির প্রণয়ন করা হবে।