Govt Schemes Kolkata University ভারতের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সেরা | By Swastika & Deep - April 14, 2021 FacebookTwitterPinterestWhatsApp WhatsApp Group Join Now Instagram Profile Join Now YouTube Channel Subscribe Kolkata University is one of the best universities in India Kolkata University পেল Shanghai Ranking 2020-এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরার শিরোপা | Kolkata University ভারতের উচ্চশিক্ষা মানচিত্রে চমকপ্রদ উত্থান । গত বছর NIRF Ranking এ দেশের University-র মধ্যে CU ছিল 7 নম্বরে। দিল্লির Jawaharlal Nehru University (JNU) তালিকায় শীর্ষ স্থান দখল করে । সম্পূর্ণ স্বতন্ত্র একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার প্রকাশিত Shanghai Ranking 2020-এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে CU প্রথম স্থান অধিকার করেছে। তালিকার 2য় স্থানে Delhi University। আর JNU-র ভাগ্যে জুটেছে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে তৃতীয় স্থান। আরও উল্লেখযোগ্য হল, গত বছরের NIRF র্যাঙ্কিংয়ে কলকাতার থেকে দু’ধাপ এগিয়ে ধাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম এই তালিকায় নেই। Group Cards Google News View Now Facebook Page Visit Page Shanghai Ranking 2020-এ সমস্ত ভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষে রয়েছে IISc Bangalore। 2য় স্থানে আছে IIT Madrasa। 3য় স্থানটি Kolkata University-র দখলে (World Ranking 601-700)। 4র্থ এবং 5ম স্থানে আছে যথাক্রমে Delhi University & IIT Delhi | 6ষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে IIT Kharagpur। আর National Ranking এ 7 নম্বরে আছে Jawaharlal Nehru University (JNU) | এ Harvard University বিশ্বের সেরার স্বীকৃতি পেয়েছে Shanghai Ranking 2020 | আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । WhatsApp Group & Google News Flow WhatsApp Group Join Now Google News View Now