Smart Update24, By Syed Mosharaf Hossain,
New JioPhone 2021 Offer: চমৎকার এক অফার নিয়ে হাজির হল মুকেশ আম্বানির সংস্থা। ‘2G মুক্ত ভারত‘ গড়ার লক্ষ্যে এই সস্তার প্ল্যান নিয়ে হাজির রয়েছে Reliance Jio। নতুন এই প্ল্যানগুলি একবার জেনে নিন।
মুকেশ আম্বানির এই টেলিকম কোম্পানি The New JioPhone 2021 Offer নিয়ে হাজির হল। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি জানিয়েছে Reliance Jio। এই নতুন জিওফোন 2021 অফারের সুবিধা গ্রাহকেরা উপভোগ করতে পারবেন 1 মার্চ থেকেই। দেশের প্রতিটা প্রান্তের Reliance Jio রিটেইলারদের কাছে উপলব্ধ হবে। সেই সঙ্গেই আবার My Jio অ্যাপ থেকেও এই প্ল্যানটি রিচার্জ করে নিতে পারবেন ইউজারেরা।
Jio-র তরফে বলা হচ্ছে, খুব দ্রুত ‘2G মুক্ত ভারত’ গড়ার লক্ষ্যে এই সস্তার প্ল্যান নিয়ে হাজির রয়েছে তারা। এই প্রকল্প কিছু দিন আগেই শুরু করে দিয়েছে Reliance Jio। এবার সস্তার এক চমৎকার প্ল্যান নিয়ে এসেও বিষয়টিতে আরও বেশি করে গুরুত্ব দিল বেসরকারি এই টেলকো। ভারতে প্রায় 10 কোটি মানুষ JioPhone ব্যবহার করেন। আর সেই দিক থেকে দেখতে গেলে 10 কোটি ইউজারই ব্যবহার করতে পারবেন JioPhone 2021 Offer।
JioPhone 2021 Offer –
মাত্র 1999 টাকা দিলেই গ্রাহকেরা একটি JioPhone পেয়ে যাবেন। তার সঙ্গেই আবার 24 মাস অর্থাৎ 2 বছরের জন্য আনলিমিটেড সার্ভিসও উপভোগ করতে পারবেন তারা। সেই অফারের মধ্যে রয়েছে আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড ডেটা (প্রতি মাসে 2GB হাই-স্পিড ডেটা)। কোম্পানি দাবি করছে, এই প্ল্যান একবার রিচার্জ করালেই 2 বছর অবধি আর রিচার্জ করতে হবে না গ্রাহকদের।
এছাড়াও 1499 টাকার আরও একটি প্ল্যান রয়েছে। সেই প্ল্যানে 12 মাসের জন্য অফার পাবেন গ্রাহকেরা। তার সঙ্গেই আবার থাকবে একটি নতুন JioPhone ডিভাইসও। এক বছরের অফারের মধ্যে আনলিমিটেড ভয়েস কলিং, আনলিমিটেড ডেটা (প্রতি মাসে 2GB হাই-স্পিড ডেটা)। অর্থাৎ এই প্ল্যান একবার সাবস্ক্রাইব করলে ইউজারদের 1 বছর আর কোনও রিচার্জ করাতে হবে না।
এছাড়াও পুরনো JioPhone ইউজারদের জন্যও আর একটি প্ল্যান নিয়ে এসেছে Reliance Jio। সেই অফারের জন্য ইউজারদের 749 টাকা খরচ করতে হবে। এই প্ল্যানেও JioPhone ইউজারেরা 1 বছরের জন্য সমস্ত পরিষেবাই আনলিমিটেড পেয়ে যাবেন। তার মধ্যে রয়েছে এক বছর বিনামূল্যে দেশের যে কোনও প্রান্তে আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড ডেটা (প্রতি মাসে 2GB হাই-স্পিড ডেটা)। অর্থাৎ আগের প্ল্যানের মতোই, এই প্ল্যানেও 1 বছর রিচার্জের কোনও ঝামেলা নেই।