APPs will save the Mobile battery :Are they running out of charge on your phone? These four APPs will save the battery of the phone Read more
স্মার্টফোন ছাড়া আমাদের অনেকেরই এক মুহূর্তও চলে না। কিন্তু সেই স্মার্টফোনেরই ব্যাটারি যখন দ্রুত শেষ হয়ে যায়, তখন ভোগান্তির সৃষ্টি হয়। সাধারণত ২-৩ বছর হয়ে গেলেই বেশিরভাগ স্মার্টফোনের ব্যাটারি আগের তুলনায় কম দীর্ঘস্থায়ী হয়ে যায়। কিন্তু, এর থেকে মুক্তির উপায় কী (APPs will save the Mobile battery)?
Naptime App : কিছু কিছু Smartphone টানা 30 minutes ব্যবহার না করলে Sleep Mode চালু হয়ে যায়। সেখানে চার্জ কম খরচ হয়। আর সেই সমস্যাই দূর করেছে Naptime App। Smartphone ব্যবহার না করার 4-5 মিনিটের মধ্যেই Phone ‘Idle State’ এ হয়ে যায় এই App-র মাধ্যমে। ফলে সারাদিন যতক্ষণ phone ব্যবহার করবেন না, পুরো সময়টাই charge save হবে।
-
- Download link app: Click
- Greenify App : এতে একটি অ্যাগ্রেসিভ Data Saver Mode রয়েছে। এর ফলে Smartphone পকেটে থাকা অবস্থাতেও ব্যাটারি যতটা সম্ভব কম খরচ হবে।Download link app: Click
Battery Guru: এটি Battery Saver App নয়। তবে, এটি একটি দারুণ Battery Monitoring App । এর মাধ্যমে কোন অ্যাপে ঠিক কতটা ব্যাটারি খরচ হচ্ছে জানতে পারবেন। তাছাড়া charging limit ওPhone Temperature-র Reminder -ও দেবে এই App। তার ফলে আরও দীর্ঘস্থায়ী হবে আপনার Smartphone -র Battery |
Download link app: Click
Servicely App : একটি App-র মাধ্যমেই Phone অব্যবহৃত অবস্থায় কোন কোন APP বন্ধ থাকবে তা বেছে নিতে পারবেন। ফলে Background কোনও App চলে অহেতুক Battery নষ্টের কোনও সম্ভাবনা নেই।
Download link app: Click
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।