রং খেলতে গিয়ে কি আপনার ফোন রং ও জল এ ভর্তি হয়ে গেছে ? জানুন কিভাবে ফোনটি ভালো রাখবেন ?

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Is your phone full of color and water while playing with colors? Know how to keep the phone good?



হোলির সময় রঙ খেলার মধুর মুহূর্তগুলিকে ফ্রেমবন্দি করে রাখতে সবাই Smartphone ব্যবহার করি। আপনার ফোনটি যদি ভুল করে জলে ভিজে যায় তবে কি করবেন ?  জেনে নিন প্রতিকার |


  1. Smartphone জলে ভিজে গেলে প্রথমে পরিষ্কার করে মুছে ফেলুন ৷ বেশিক্ষণ থাকলে Short Circuit হয়ে যেতে পারে ৷ এতে phone এ থাকা সমস্ত data উড়ে যায় ৷
  2.  Phone Start করার আগে ভালো করে মুছে নিন ৷ ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ Battery, Sim Card, Memory Card খুলুন শিগগিরই। ফোনের খোলা অংশগুলি একটি শুকনো কাপড়ে মুছে রেখে দিন। Phone-র ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন ৷ তারপর Sim Card Insert করুন ৷
  3. ফোনে Screen Guard লাগানো থাকলে সেটা খুলে রাখুন ৷
  4. ভুল করেও ফোনে Hair Drier প্রয়োগ করবেন না ৷ Hair Drier-র গরম হাওয়ায় ভিতরের পার্টস গলে যেতে পারে ৷ এরপর কিছুক্ষণ phone টি রোদে রাখুন |

    আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here