Third Wave of Covid-19 in India – Precaution needed to Stay Home Stay Safe
IIT Kanpur: Covid-19 Third Wave চলতি বছরেই দেশে আছড়ে পড়তে পারে। Covid বিধি না মেনে চললে October-November মাসেই ফের একবার সংক্রমণ হতে পারে ঊর্ধ্বমুখী ।
শুধু Delta plus-ই নই, Delta-র চেয়েও আরও Powerful Varrient ততদিনে তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন Government Pannel-র Researcher মনীন্দ্র আগরওয়াল।
Read More: Screen Protector: Does tempered glass screen protector really protect your phone?
২০২০ সালে Department of Science & Technology–র তরফে Experts দের নিয়ে একটি Pannel গঠন করা হয়। ওই Pannel-র সদস্য মনীন্দ্র আগারওয়াল জানান, যদি কোন Varrient 3rd Wave-র সময় সাধারণ মানুষের দেহে থাবা বসায়, তাহলে অধিক সংক্রমণ হতে পারে। August 2021 ই 25% অধিক সংক্রামক মানব শরীরে থাবা বসাতে পারে। এই Varrient টি Delta+-র চেয়েও ভয়ঙ্কর হতে পারে ।
IIT Kanpur-র Professor মনীন্দ্র আগরওয়াল জানিয়েছেন, ‘August-র শুরু থেকে জীবন স্বাভাবিক থাকবে। শেষের কয়েক দিন থেকে 3rd wave উঠে আসতে পারে। যা ক্রমেই ভয়ঙ্কর চেহারা নেবে October-November মাসে।
Read More: Ola Electric Scooter: India will Launch Ola Scooter, CEO test ride an electric scooter
তাঁর Graph অনুযায়ী, Covid 2nd stage-র সময় যে যে পরিমাণ দৈনিক সংক্রমণ দেখেছিল, 3rd Stage এ সেই সংখ্যা ½-র বেশি হবে না বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, Covid 2nd stage এ 7th May 2020 ভারতে Covid আক্রান্ত হয়েছিলেন 4 lakh 14 thousand 188 জন। দৈনিক সংক্রমণে Highest।