Digital Fingertip Pulse Oximeter Blood Oxygen Saturation
1. প্রথমত একটু স্থির হয়ে বসুন | 30 Second পর ফের Pulse Oximeter ব্যবহার করুন।
- যে আঙুলে আপনি Meter টি ব্যবহার করছেন, তাতে কোনও Nail polish , Mehndi or Tattoo রাখা যাবে না । অনেক সময় এগুলির কারণেও wrong rating দেখায়।
- জ্বরের কারণে আপনার কাঁপুনি হচ্ছে | আর আপনি হাত স্থির রাখতে পারছেন না | তা হলেও অনেক সময় Oximeter কাজ ঠিক করে করে না । চলা-ফেরা করতে করতে Meter reading নেবেন না।
7. ঘুমানোর সময় তাঁদের reading নেবেন না। স্বাভাবিক ভাবেই ঘুমনোর সময় শরীরে Oxygen-র মাত্রা কমে যায়।
- হাঁপানির রোগী, কিংবা যাঁরা টানা ধুমপান করেন তাদের শরীরে Oxygen- র মাত্রা কম থাকতে পারে।
- Oxygen সম্পৃক্ততা 94-র নীচে নেমে গেলে Pulse Oximeter ব্যবহার করুন।
- Doctor-র সঙ্গে Contact করুন এবং পরামর্শ নিন।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।