How to use digital Pulse Oximeter correctly ?

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Digital Fingertip Pulse Oximeter Blood Oxygen Saturation


pulse 1


1. প্রথমত একটু স্থির হয়ে বসুন | 30 Second পর ফের Pulse Oximeter ব্যবহার করুন।


2. যদি দেখেন 2nd Time ও আপনার Oxygen সম্পৃক্ততা কম আসছে, তাহলে meter টি আঙুল থেকে খুলে অন্যজনের উপর ব্যবহার করুন।


3. যদি তাঁর শরীরে Oxygen-র মাত্রা Normal দেখায়, তা হলে বুঝতে হবে, Meter টি ঠিক আছে। সমস্যা আপনার শরীরেই ।

Group Cards
Google News View Now

  1. যে আঙুলে আপনি Meter টি ব্যবহার করছেন, তাতে কোনও Nail polish , Mehndi or Tattoo রাখা যাবে না । অনেক সময় এগুলির কারণেও wrong rating দেখায়।
  2.  জ্বরের কারণে আপনার কাঁপুনি হচ্ছে | আর আপনি হাত স্থির রাখতে পারছেন না | তা হলেও অনেক সময় Oximeter কাজ ঠিক করে করে না । চলা-ফেরা করতে করতে Meter reading নেবেন না।

6. আপনার শরীরে Oxygen-র মাত্রা কম থাকলে , তা হলে একবার হেঁটে নিন। তারপর যদি দেখেন কমছে, তা হলে বুঝতে হবে, Meter অকেজো।


7. ঘুমানোর সময় তাঁদের reading নেবেন না।  স্বাভাবিক ভাবেই ঘুমনোর সময় শরীরে Oxygen-র মাত্রা কমে যায়।


  1. হাঁপানির রোগী, কিংবা যাঁরা টানা ধুমপান করেন তাদের শরীরে Oxygen- র মাত্রা কম থাকতে পারে।

  2. Oxygen সম্পৃক্ততা 94-র নীচে নেমে গেলে Pulse Oximeter ব্যবহার করুন।

  3. Doctor-র সঙ্গে Contact করুন এবং পরামর্শ নিন। 

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । 

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here