HomeGovt SchemesGoogle Map will tell you which road has the lowest oil consumption,...

Google Map will tell you which road has the lowest oil consumption, new features are coming

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Google Map বলে দেবে কোন রাস্তায় তেল খরচ কম, আসছে নতুন ফিচার

এই সপ্তাহেই শুরু হয়েছে Google এর বার্ষিক ডেভেলপার এর কনফারেন্স। এই ইভেন্ট থেকেই সংস্থার নতুন ভার্সনের ওপর দেখে পর্দা সরানো হয়েছে। তাছাড়াও ঘোষণা করা হয়েছে একাধিক Google এর প্রোডাক্ট সম্পর্কে। সেই তালিকায় রয়েছে Google Map ও। কোম্পানির নেভিগেশন সার্ভিসে যোগ করা হয়েছে বহু নতুন ধরনের ফিচার।

এইবার থেকে স্ট্রিট ম্যাপে আরও অনেক বেশি তথ্য দেখাবে Google এর MAP। AI ব্যবহার করে Google এর ম্যাপ সঠিক এবং ছোট রাস্তা খুঁজে দেবে। এছাড়াও নতুন ফিচার সাহায্য করবে হুইলচেয়ারে থাকা ব্যক্তিদের। নতুন কোনও স্থানে গেলে লাইভ ভিউ ফিচার ব্যবহার করে সামনে দোকান এবং রেস্তরার তথ্য দেখে নেওয়া সম্ভব হবে। সেখানে কেমন ভিড় থাকে, তাও দেখে নিতে পারবেন গ্রাহকরা। যদিও এখনই এই দেশে এই ফিচার ব্যবহার করা যাবে না।

নতুন নেভিগেশনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সব থেকে সহজ উপায়ও জানাতে চলেছে Google ম্যাপ এর নতুন এই পরিষেবা। দিনের শেষে Google Map ই বলে দেবে ডিনার করার জায়গা। এইবার থেকে অনেক অংশে বেশি পার্সোনালাইজড তথ্য প্রদান করবে Google ম্যাপ। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই এই Map গ্রাহককে বলে দেবে কোন রাস্তা দিয়ে গেলে গ্রাহকের তেলের খরচ কম হবে। তবে বলে চলে যে আগের থেকে অনেক উন্নত হতে চলেছে Google এর এই পরিষেবা।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular