HomeGovt SchemesFinally medical science, explained the real reason for having twins ?

Finally medical science, explained the real reason for having twins ?

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

অবশেষে  চিকিৎসা বিজ্ঞান ,যমজ সন্তান হওয়ার আসল কারণ ব্যাখ্যা করলেন ! জেনেনিন বিস্তারিত

Reason For Having Twins: আমাদের চারপাশে প্রায় দুজনের চেহেরা একই রকম দেখা যায়। বিশেষ করে যমজ সন্তানদের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। তবে কেন যমজ সন্তান হয়। এর কারণ কি এ নিয়ে রয়েছে মানুষের ব্যাপক আগ্রহ।

যমজ সন্তান হওয়ার কারণ নিম্নে তুলে ধরা হলো-

চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, যমজ সন্তান জন্মের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর কোনো হাত নেই। তবে এটি নির্ভর করে স্ত্রীর ডিম্বাণুর ওপর। এটা প্রায় সবাই জানে যে, স্ত্রী দেহের ডিম্বাণু ও পুরুষের শুক্রাণুর মিলনে তৈরি হয় ভ্রূণ। নারীর প্রতি ঋতুচক্রে শরীরে একটি ডিম্বাণু উৎপন্ন হয়। আবার অনেক ক্ষেত্রে দুটি ডিম্বাণুও উৎপন্ন হতে পারে। প্রায় একই সময়ে উৎপন্ন হওয়া দুটি ডিম্বাণু থেকে যমজ সন্তানের উৎপত্তি হয়ে থাকে।

সাধারণত এমনটিই জানা থাকলেও শুধু উৎপন্ন হওয়া ডিম্বাণুর সংখ্যার ওপর যজম সন্তান নির্ভর করে না। অনেক সময় একটি ডিম্বাণু ভেঙে দুটি হয়ে যাওয়ার ফলে যমজ সন্তানের জন্ম হতে পারে।

Group Cards
Google News View Now

এ বিষয়ে ভারতীয় চিকিৎসক অরুণকুমার মিত্র তার ‘কন্যা, জায়া ও জননী’ গ্রন্থে লিখেছেন যমজ সন্তান দুইভাবে হতে পারে।

ভিন্নধর্মী যমজ:

সাধারণ দুটি ঊর্বর ডিম্বাণু থেকে এই ধরনের যমজের উৎপত্তি। এদের আকৃতি ভিন্ন ধরনের হয়ে থাকে। গায়ের রং, চোখ বা চুলের রংও আলাদা হয়। তবে উভয়ের রক্ত ভিন্নধর্মী নাও হতে পারে।

এই দুটি ভিন্ন ভ্রূণঝিল্লিতে অবস্থান করে এবং স্বতন্ত্র ফুল থেকে পুষ্টির সরবরাহ পায়। সাধারণত এসব যমজের একটি হয় ছেলে এবং একটি হয় মেয়ে। যেসব দম্পতি নিজেরা যমজ তাদের এ রকম যমজ সন্তান লাভের সম্ভাবনা বেশি।

অভিন্নধর্মী যমজ:

এরূপ যমজ সন্তানের উৎপত্তি একটি ডিম্বাণু থেকে। এই ডিম্বাণু স্বাভাবিক উর্বরতা লাভের পর দুটি সমান ভাগে বিভক্ত হয়ে দুটি ভ্রুণের সৃষ্টি করে। এটি একটি ভ্রূণঝিল্লির মধ্যে দুই ভাগে অবস্থিত থাকে এবং দুটি ভ্রূণ একটি ফুল থেকেই অক্সিজেন ও অন্যান্য পুষ্টি গ্রহণ করে। তা সত্ত্বেও অনেক সময় একটি ভ্রূণ অপেক্ষা অন্যটি বেশি বেড়ে যেতে পারে।

More: রহস্যেঘেরা প্রাচীন মায়া সভ্যতার কিছু চমকে দেওয়া তথ্য:

এ ধরনের যমজ সন্তান দেখতে একই রকম হয় আর দুটিই ছেলে বা দুটিই মেয়ে হতে পারে। অনেক সময় এদেরও দেহের গঠন, মুখাবয়ব, চুল বা চোখের রং হয় একই রকম।Identical twins MED ILL EN

রক্তের গ্রুপ হয় একই। একজনের চামড়া কেটে অন্যের গায়ে লাগালে তা নিজের চামড়ার মতোই আচরণ করে।তবে বুড়ো আঙুলের ছাপে পার্থক্য থাকে। কখনো কখনো ডিম্বাণুটি অসম্পূর্ণভাবে বিভক্ত হলে সংযুক্ত দেহবিশিষ্ট যুক্ত যমজ বা সায়ামিজ টুইনের সৃষ্টি হয়।


Finally medical science, explained the real reason for having twins!

Reason For Having Twins: The faces of the two around us look almost the same. This is especially the case with twins. But why are twins? What is the reason for the huge interest of the people?

The reasons for having twins are given below-

According to medical science, neither husband nor wife has a hand in the birth of twins. However, it depends on the ovum of the wife. It is well known that the embryo is formed by the union of the ovum of the female and the sperm of the male.

In every menstrual cycle, an egg is produced in the body of a woman. In many cases, two eggs can be produced. The twins are born from two eggs that are produced at about the same time.326022782 H

Although this is usually known, the number of ovaries produced does not depend on the number of ovaries produced. In many cases, breaking an ovum into two can result in the birth of twins.

In this regard, Indian doctor Arun Kumar Mitra wrote in his book ‘Daughter, Jaya and Janani’ that twins can be born in two ways.

What Is Different twins:

Such twins originate from two common fertilized eggs. They come in different shapes. Skin color, eyes, or hair color are also different. However, the blood of the two may not be different.

These are located in two different embryonic membranes and receive nutrients from individual flowers. Usually one of these twins is a boy and one is a girl. Couples who are twins themselves are more likely to have such twins.

What Is Identical twins:

The origin of such twins is from an ovum. These eggs divide into two equal parts after normal fertilization and produce two embryos. It is located in two parts of an embryonic membrane and two embryos receive oxygen and other nutrients from a single flower. Even so, owning one is still beyond the reach of the average person.

Such twins look alike and can be both boys or girls. Many times their body structure, face, hair, or eye color is the same.

Blood groups are the same. When one person’s skin is cut off and applied to another, it behaves like its own skin. However, there is a difference in thumbprints. Sometimes when the egg is incompletely split, twins or Siamese twins are formed.

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular