Fake Government Officer: চাকরি দেওয়ার নাম করে দুর্গাপুরে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
Fake Government Officer: এবার আরেক ‘ভুয়ো’ কেন্দ্রীয় সরকারি আধিকারিকের হদিশ। চাকরি দেওয়ার নাম করে দুর্গাপুরে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। রোড সেফটি ফাউন্ডেশনের জাতীয় উপদেষ্টা বলে পরিচয় দিতেন। নীল বাতির গাড়ির নিয়ে ঘুরতেন অভিযুক্ত বিদ্যুৎ পোদ্দার, দাবি প্রতারিতদের।
চা ব্যবসায়ী পরিচয় দিয়েও প্রতারণার অভিযোগ বিদ্যুতের বিরুদ্ধে। দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের, পলাতক অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে দেবাঞ্জন দেবের ধাঁচেই প্রভাবশালীদের সঙ্গে ছবি দেখিয়ে টাকা তোলার অভিযোগ। ছবি রয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, অনুব্রত মণ্ডলের সঙ্গেও। যদিও বিদ্যুৎকে চেনেন বলে জানিয়েছেন মন্ত্রী মলয় ঘটক। তবে প্রতারণার সঙ্গে যুক্ত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন মলয় ঘটক। বিদ্যুৎকে চেনেন না বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডলও।