HomeGovt SchemesE-POS fingerprint scanning: You can make rations with fingerprint Learn more |

E-POS fingerprint scanning: You can make rations with fingerprint Learn more |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

E-POS fingerprint scanning to be mandatory for buying ration


ra 1


E-POS fingerprint scanning: Ration Card-র সঙ্গে Aadhaar Connect থাকলেই, রেশন দোকানে Fingerprint দিয়ে রেশন তুলতে পারবেন । যাঁরা ইতিমধ্যে সেটা করিয়েছেন, E-PoS (electronic point of sale) মেশিনে Fingerprint ব্যবহার করেই রেশন তুলতে পারবেন। আর User-দের রেশন কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে না।

September, 2021 Central Ministry of Consumer Affairs, Food and Mass Distribution বিজ্ঞপ্তি জারি করেছিল |

প্রত্যেক Ration Card-র সঙ্গে Aadhaar সংযুক্ত করাতে হবে। তাছাড়া Aadhaar No.না থাকার জন্য কোনও উপভোক্তাকে বঞ্চিত করা যাবে না।

Group Cards
Google News View Now

E-POS fingerprint scanning fingerprint scanning to be mandatory

Food and Supplies Department-র এক কর্তা বলেন, ‘এখনও এটা চালু হয়নি। তবে রেশন কার্ড ধারক, যাঁর Card-র সঙ্গে Aadhaar সংযুক্ত তিনি এই সুবিধা পেতেই পারেন।’

এখন খাদ্যসামগ্রী তুলতে গেলে ‘Bar code’ যুক্ত Digital Ration Card সঙ্গে করে নিয়ে যেতে হয় গ্রাহকদের।

Food Department-র কর্তারা জানাচ্ছেন, যে যেহেতু রেশন কার্ডগুলি Aadhaar-র সঙ্গে সংযুক্ত রয়েছে, তাই রেশন পাওয়া থেকে বঞ্চিত হতে হবে না ।

তিনি Bio-metric পদ্ধতিতে Fingerprint দিয়ে নির্ধারিত রেশন সামগ্রী নিতে পারবেন।

জানা গিয়েছে, National Food Security Scheme or NFSM চালুর আগে রেশনে 3 Types Card ছিল।

Read More: Kolkata Police Jobs Recruitment 2021: 2,500 posts in Kolkata Police

1.Priority Household (PH)

2.Super Priority Household (SPH)

3.Antyodaya Anna-Yojana (AAY)

এই কার্ডগুলো আকারে ছোটো Bank-র Debit-credit card-র মতো।

E-PoS (electronic point of sale)‌ মেশিনে এই কার্ড পাঞ্চ করলে, User-র তথ্য ফুটে ওঠে মেশিনে।

তারপর কত পরিমাণে সামগ্রী দেওয়া হল, সেটা Registered করা হয়। এই ধরনের Cardholders-র সংখ্যা 26,84,746 জন।

কিন্তু, নতুন ব্যবস্থা চালু হওয়ার পরে এখন Total 5 types Card রয়েছে।

Read More: Indian Army Recruitment 2021: Recruitment of 100 Vacant Women Candidates Learn more |

আবার পরবর্তীকালে State Food Security Scheme-র ‘‌খাদ্যসাথী’‌ প্রকল্পের অধীনে দু’‌ধরনের কার্ড দেওয়া হয় |

State Food Security Scheme 1 and RKSY 2

সেগুলি Digital Card-র চেয়ে আকারে বড় সবুজ ও সাদা রঙের Lamination করা কাগজের তৈরি। এতেও Bar Code add করা রয়েছে। এটা E-PoS মেশিনে ব্যবহার করা যায় না। Card-র পিছনে হাতে লিখে দেন রেশন দোকানদাররা। এই Card পেয়েছেন 16,57,177 জন।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান |

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular