West Bengal “Duare Sarkar” Camp Prokolpo/Scheme 2021 – Dates, Registration, Services
Duare Sarkar Camp Details: “দুয়ার সরকার” স্কিম হল একটি নতুন স্কিম যা পশ্চিমবঙ্গ সরকার ডিসেম্বর ২০২০ সালে শুরু করেছিল।
এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটি এলাকায় শিবির স্থাপন করবে।
এই প্রকল্পটি সরকার কর্তৃক রাজ্যের মানুষের সমস্যা শোনার জন্য বাস্তবায়িত হয়। পশ্চিমবঙ্গের নাগরিকরাও এই শিবিরগুলির মাধ্যমে বিভিন্ন সরকারি স্কিমের জন্য আবেদন করতে পারেন।
পশ্চিমবঙ্গ সরকার 2021 সালের আগস্ট থেকে ‘দুয়ার সরকার’ সরকার প্রকল্প পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
Read More: PM Kisan Beneficiary status: PM Modi hands over Rs 19,500 crore to 9.75 crore farmers under PM-KISAN
Duare Sarkar Camp Details in Official Website and pdf from:
Schedule – Duare Sarkar Camp Scheme 2021 ( দুয়ারে সরকার ক্যাম্প তারিখ 2021 ) :
- ডুয়ার সরকার ক্যাম্প শুরুর তারিখ 16.08.2021
- ডুয়ার সরকার ক্যাম্প শেষ তারিখ 15.09.2021
- প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ রাখা 08.09.2021 – 23.09.2021
- বেনিফিট/সার্টিফিকেট ডেলিভারি 24.09.2021 – 30.09.2021
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে এখন একটিই গন্তব্য – ‘দুয়ারে সরকার’ কর্মসূচির শিবির।Project ক্যাম্প ছাড়া অন্য কোথাও থেকে কোন প্রজেক্ট ফর্ম বা আবেদন বিতরণ বা সংগ্রহ করা যাবে না। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার প্রশাসনিক আধিকারিক এবং জেলাশাসকদের সঙ্গে এক বৈঠকে নবান্নের শীর্ষ নেতারা এই বার্তাটি দিয়েছিলেন।
Registration apply Process 2021:
“দুয়ারে সরকার” স্কিমের জন্য নিবন্ধন করতে, আপনাকে আপনার স্থানীয় “দুয়ার সরকার” সরকার ক্যাম্পে যেতে হবে। এর পরে, আপনাকে আইডি প্রুফ এবং ঠিকানা প্রমাণ সহ নিবন্ধন কাউন্টারে যেতে হবে। প্রযোজ্য হলে আপনি অন্যান্য নথি যেমন জাত সনদ ইত্যাদি নিতে পারেন। শিবিরের সদস্যরা আপনার কম্পিউটারে আপনার নাম এবং বিবরণ নিবন্ধন করবে এবং আপনাকে “দুয়ারে সরকার” নিবন্ধন নম্বর দেবে।
Schemes to Apply for 2021 online – Duare Sarkar Camp Scheme 2021
The list of schemes you can apply for through the Duare Sarkar camps are given below (দুয়ারে সরকার প্রকল্প গুলি কি কি):
- Lakshmir Bhandar
- Swasthya Sathi
- Kanyashree
- Student Credit Card
- Khadya Sathi
- Caste Certificates
- Sikhashree
- Rupashree
- Bardhoka Bhata or Old age Pension
- Protibondi Bhata or Disability Pension
- Bidhoba Bhata or Widow Pension
- Jai Johar and Taposili Bandhu
- Aikyashree
- Bank Account Opening
- MANABIK Scheme
- Agricultural Land Records Correction
- MGNREGS or 100 day’s work
- Krishak Bandhu
Documents Required – Duare Sarkar Camp Scheme 2021,
- Aadhaar Card
- Voter Card
- Mobile Number
- Passport Size Photo
West Bengal Duare sarkar 2021 form pdf download: Click