Smart Update24,By Swastika Paul
আপনি কি 4G নেটওয়ার্ক এর স্পিড বাড়াতে চান ? জেনে নিন কি করবেন:-
আধুনিক যুগে বেশিরভাগ মানুষ এ 4G ব্যবহার করেন কিন্তু 4G স্পিড পান না তার বদলে ইন্টারনেট 2G র মতো চলে । এর থেকে মুক্তি পেতে পারেন অতি সহজেই জেনে নিন কিভাবে ।
শুধুমাত্র আপনি সেটিংস এর কিছু পরিবর্তন করেই পেতে পারেন 4G স্পিড । আপনি যদি Jio, Vodafone ,Idea, বা Bharti Airtel ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে তো আরো সুবিধা ।
আসুন দেখে নিই কি কি উপায়ে আপনি বাড়াতে পারবেন ইন্টারনেট !! স্পিড ।
- আপনাকে 4G বা LTE সিলেক্ট করতে হবে কারণ এটা 3G বা 2Gতে শিফট হয় না |
- আপনাকে ব্যাকগ্রাউন্ড এর ডেটা ব্যবহার বন্ধ করতে হবে এবং সেটিংস চেঞ্জ করে ডেটা ব্যবহার মনিটর করতে হবে । এছাড়া যদি প্রয়োজন না হয় তাহলে ব্যাকগ্রাউন্ড ডেটা এক্সেস বন্ধ ও করতে হবে ।
- অটো ডাউনলোড অপসন গুলি বন্ধ রাখুন বিনা কারণে এইগুলি আপডেট করা লাগে না ।
- APN সেট করুন , Cache ফাইল ডিলিট করুন , ফোনের এরোপ্লেন মোড মাঝে মধ্যে অন-অফ করতে পারেন এবং অবসসই এক বা দু দিন অন্তর অন্তর ফোন রিস্টার্ট করুন ।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।