HomeGovt SchemesDistrict Weather Update 30July : কোন কোন জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস...

District Weather Update 30July : কোন কোন জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস ।

নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা! উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

District Weather Update 30July : কোন কোন জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস ।

District Weather Update 30July: একদিকে যেমন উপকূল বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে সুস্পষ্ট নিম্নচাপ (low pressure) অবস্থান করছে অন্যদিকে এই এলাকার ওপর দিয়েই গিয়েছে মৌসুমী অক্ষরেখা (monsoon trough) । যার জেরে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office) ।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ?

বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ৩০ জুলাই শুক্রবার সকালে মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ জুলাই শনিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।Cyclone Bulbul850 2

শনিবার নাগাদ উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী তিনদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্তক বাড়তে পারে।

Group Cards
Google News View Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জুলাই শুক্রবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায় অতিপ্রবল বৃষ্টি হতে পারে। যার জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Read More : বীরভূমের অন্যতম আকর্ষণ! বাস নাকি বাড়ি? দূর থেকে দেখলে বাস মনে হবে

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ জুলাই শনিবার সকালের মধ্যে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতোই আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিনদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

কলকাতায় মেঘলা আকাশ আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। কখনও ভারী বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা :

আসানসোল ৩২.৩ (৩৪.৪) , বালুরঘাট ৩২.২ (৩৩),  বাঁকুড়া ৩২.৬ ( ৩৪.২),  ব্যারাকপুর ২৮.৬ (৩২ ),  বহরমপুর ৩৪.২ ( ৩৬.৪) , বর্ধমান ৩৪ (৩৫.৬),  ক্যানিং ২৭ (২৯ ) , কোচবিহার ৩২.৪ ( ৩৫.১ ),  দার্জিলিং ২২ (২৩) , দিঘা ২৭.৭ (৩০ ) , কলকাতা ২৭.৭ (৩১.৪ ) , মালদহ ৩২.৬ (৩৫.৮),  পানাগড় ৩১.৭ (৩৫.৫) , পুরুলিয়া ৩২.৩ ( ৩২.৩) ,  শিলিগুড়ি ৩৪.২ (৩৪.৪),  শ্রীনিকেতন ৩১.৩ (৩৪.৪ ).

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular