HomeGovt SchemesCoronavirus | new form of coronavirus kappa | Find In India |...

Coronavirus | new form of coronavirus kappa | Find In India | Know More

এই কাপ্পা প্রজাতি আদপে কী, জেনে নেওয়া যাক। Coronavirus kappa

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Coronavirus: খোঁজ মিলেছে কাপ্পা (kappa) প্রজাতির, করোনার এই নতুন রূপ আসলে কী ?

Coronavirus kappa: ভারতে  ১০৭ জনের শরীর থেকে প্রমাণ মিলেছে মারাত্মক ডেল্টা প্রজাতির। আর পাশাপাশি দু’জনের শরীরে দেখে গিয়েছে ‘কাপ্পা’ প্রজাতির সংক্রমণ। এই কাপ্পা প্রজাতি আদপে কী, জেনে নেওয়া যাক।deltakappa

what is kappa variant covid: 

করোনার এই রূপ কিন্তু নতুন নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু অনুযায়ী ভারতে কাপ্পার প্রথম খোঁজ মিলেছিল ২০২০ সালের অক্টোবার মাসেই। বি.১.৬১৭.২’কে যেখানে ডেল্টা নামে ডাকা হচ্ছে, বি.১.৬১৭.১ রূপী ভাইরাসের নামকরণ হয় কাপ্পা (Kappa)। ‘ল্যাম্বডা’ যা ইতিমধ্যে ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে, তার মতোই কাপ্পার উপরও নজর রাখছে হু। তবে এখনই করোনার এই রূপ নিয়ে খুব বেশি উদ্বেগ প্রকাশ করেনি হু।

ডেল্টার মতোই কাপ্পাতেও দু’টো মিউটেশন হয়েছে, ইই৪৮৪কিউ এবং এল৪৫২আর  (EE 484Q and L452R.)।

Group Cards
Google News View Now

What is the variant of interest?

সার্স-কভ-২’র মধ্যে যখন জিনগত বদল আসে এবং তাতে ভাইরাসের ধর্ম বদলে যায়, মানে কী ভাবে এই ভাইরাস ছড়াচ্ছে, কত দ্রুত কত মানুষকে সংক্রমিত করতে পারছে, সংক্রমণের ফলে শরীরে কী কী বদল আসছে, প্রতিরোধশক্তিকে কতটা ফাঁকি দিতে পারছে, তখন সেই নয়া রূপ নিয়ে নড়েচড়ে বসেন বিজ্ঞানীরা।

বিশেষ করে একেকটা অঞ্চলে যদি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে ভাইরাসের কোনও রূপ এবং অনেক মানুষকে একসঙ্গে সংক্রমিত করতে পারে, বা অনেকগুলো দেশে এই প্রজাতি ছড়িয়ে পড়ে, তাহলে হু সেই প্রজাতি নিয়ে আরও গবেষণা শুরু করে। বিশ্ব স্বাস্থ্যের উপর কোনও রকম আশঙ্কা দেখা গেলে, সেই প্রজাতি হয়ে যায় ‘ভ্যারিয়্যান্ট অফ কনসার্ন’। মানে যা নিয়ে উদ্বেগ রয়েছে।

যে কোনও রূপান্তরিত ভাইরাস যদি ফের রূপ বদলায় এবং বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে পড়ে, তখন তার উপর নজরদারি বাড়ানো হয়। তখন সেটা হয়ে যায় ‘ভ্যারিয়্যান্ট অফ ইন্টারেস্ট’। বি.১.৬১৭’র দুই রূপ ডেল্টা আর কাপ্পার খোঁজ


Coronavirus: Found in the kappa species, what is this new form of coronavirus?

Coronavirus kappa: Evidence of deadly Delta species found in the bodies of 108 people in India. In addition, two people have been infected with the ‘Kappa’ species. Let’s find out what this kappa species really is.

what is kappa variant covid:

This form of the corona is not new. According to the World Health Organization (WHO), Kappa was first found in India in October 2020. While B1.617.2 is being called Delta, the virus B1.617.1 is named Kappa. Like Lambda, which has already spread to 30 countries, Hu is keeping an eye on Kappa. But now Hu has not expressed much concern about this form of the corona.

Like Delta, Kappa has undergone two mutations, the EE 484Q and the L452R (EE 484Q and L452R).

Know More: Delta plus variant symptoms: Get to know its Symptoms, is Vaccination effective against it

What is the variant of interest?

When there is a genetic mutation in SARS-COV-2 and there is a change in the nature of the virus, that is, how the virus is spreading, how fast it can infect people, what changes are taking place in the body as a result of the infection, how much the immune system is evading. Scientists sat motionless with the new look.

If a form of the virus can spread very quickly, especially in one area, and infect many people at once, or if the species spread to many countries, Hu began further research into the species. If there is any threat to world health, that species becomes a ‘variant of concern’. That means there are concerns.

If any mutated virus reappears and spreads to several areas, surveillance is stepped up. Then it becomes a ‘variant of interest’. Find the two variants of B.1.618 Delta and Kappa

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular