Smart Update24, by Swastika Paul
Digital DNA – আমরা তো আমাদের important data স্টোর করার জন্য কত কিছুই না করে থাকি!! একবার ভেবে দেখুন তো যে যদি আমাদের DNA সেটি স্টোর করতে পারতো তাহলে কেমন হতো DNA তে তথ্য সংগ্রহের গবেষণা বিজ্ঞানীরা কয়েক বছর ধরে করে আসছেন। কয়েক দিন আগে বিজ্ঞানীরা একটি তথ্য আবিষ্কার করেন। তা হলোঃ “1 গ্রাম DNA 455 ExB এর মত ডাটা সংরক্ষণ করে রাখতে পারে”। উল্লেখ্য যে, 1 ExB = 1000 TB বা 1000000 GB । এতোটুকু জায়গা সম্পূর্ণ Facebook আর Twitter এর জন্য যথেষ্ট। এখন কথা হল, আমরা যে DNA তে তথ্য সংগ্রহ করতে চাই সেটা কতো বছর ধরে টিকে থাকতে পারবে বা তথ্যটি কতো বছর স্থায়ী থাকবে। গবেষকরা একটা প্রাণীর হাড় পেয়েছিল সেখানে DNA ও ছিল। হাড়টির বয়স নির্ণয় করে দেখা যায় যে, হাড়টি 70,000 বছর আগের এবং এটি ছিল ঘোড়ার। তার মানে যদি DNA দিয়ে হার্ডডিস্ক তৈরি করা যায় তবে তা 70,000 বছর তথ্য সংরক্ষণ করে রাখতে পারবে। এখন আরেকট প্রশ্ন হলো এই তথ্য কিভাবে DNA তে রাখা যাবে?
গবেষকদের মতে DNA তে Data সংরক্ষণ করা সহজ। ডিএনএ তে বাইনারি মাধ্যমে তথ্য সংরক্ষণ করা হবে। Adenine আর Cytosis Base এর মধ্যে ‘0’ এবং Thiamin ও Guanin Base এর মধ্যে ‘1’ এর মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। কিন্তু এভাবে DNA এর মধ্যে তথ্য সংগ্রহ করলে তথ্য বিকৃতি হতে পারে। গবেষণায় দেখা গেছে যে, 18°C এর নিচে DNA তে তথ্যগুলো অবিকৃত অবস্থায় থাকে। তবে DNA তে তথ্য সংগ্রহ করতে খরচ বেশি পরে যায়। একটি DNA Harddisk বানাতে 1500 ডলারেরও বেশি খরচ পরে যায়।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।