Smart Update24, by Swastika Paul
Telescope | টেলিস্কোপের ইতিহাসের সর্বপ্রথম আবিষ্কারক হিসেবে যাকে ধরে নেয়া যায় তার নাম ‘লিওনার্ড ডিগস” (Leonard Diggs) | আবিষ্কারের পর নিজ আবিষ্কারের পরিপূর্ণ ব্যাখ্যা দিতে না পারার কারণেই হয়তাে ইতিহাস তাকে দূরে সরিয়ে রেখেছিলাে। তবে 1608 সালে একজন Dutch Eyeglass Maker সর্বপ্রথম তাদের সরকারকে একটি নতুন ধরনের যন্ত্রের প্রস্তাব দেয়। যন্ত্রটিতে একটি টিউবের দুপ্রান্তে দুটি লেন্স সংযুক্ত ছিলাে, যেগুলাে বস্তুর প্রতিবিম্ব বর্ধিতকরণে ভূমিকা রাখতাে। লােকটার নাম ছিলাে “হ্যান্স লিপারশে” (Hans Lippershey)। তবে লিপারশে যখন সরকারকে এই যন্ত্র ব্যবহারের প্রস্তাব দেন এবং একই সাথে আবিষ্কারের পেটেন্টের জন্যে আপিল করেন, তার পথের কাঁটা হয়ে দাঁড়ায় আরাে দুই ডাচ অপটিশিয়ান। সর্বপ্রথম আবিষ্কারের পর কনসেপ্টটা সবাইকে ঠিকমতাে বােঝাতে পারায় এবং মূলত আগে পেটেন্টের জন্যে আপিল করার কারণে, টেলিস্কোপ আবিষ্কারের ক্রেডিট পেয়ে যান লিপারশে।
Pirates of The Caribbean মুভিতে জ্যাক স্প্যারাের হাতে থাকা সেই ছােট্ট দুরবিনের মতাে যন্ত্র, যা বস্তুকে তিন গুণ বড় আকারে দেখাতে পারতাে। কিন্তু গ্যালিলিও সেই টেলিস্কোপের ওপর গবেষণা করে এর ক্ষমতাকে প্রথমে 8 গুণ, তারপর 10গুণ এবং জীবনের শেষ পর্যন্ত পেছনে লেগে থেকে প্রায় 30 গুণ বাড়িয়ে ফেলতে সক্ষম হন! একসময় যেই টেলিস্কোপে শুধুমাত্র দুটো সাধারণ লেন্সের ব্যবহার হতাে, তার চেহারা পাল্টে ফেলে তিনি তৈরি করে ফেলেন উত্তল আর অবতল লেন্সের সমন্বয়ে বিশাল সব টেলিস্কোপ। গ্যালিলিও সর্বপ্রথম টেলিস্কোপ দিয়ে চাঁদ পর্যবেক্ষণ করেন | এবং সর্বপ্রথম জানতে পারেন চাঁদের গায়ে রয়েছে উঁচু নিচু অসংখ্য গর্ত আর পাহাড়। তিনিই সবার আগে বুধের পৃষ্ঠদেশ, বৃহস্পতির চাঁদ, মিল্কিওয়ে বা আকাশগঙ্গা গ্যালাক্সি, শনির বলয় স্পষ্টভাবে পর্যবেক্ষণে সক্ষম হন। তাঁর কারণেই হাজার বছরের ভুল ধারণা ভেঙে মানুষের বেরিয়ে আসা সম্ভব হয়েছে। একসময় মানুষ মনে করতাে, পৃথিবী আসলে মহাবিশ্বের কেন্দ্র আর সকল গ্রহ-নক্ষত্র একে কেন্দ্র করে ঘােরে। বৃহস্পতির উপগ্রহগুলােকে দেখেই তিনি এই ভুলটা ধরতে পারেন।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।