Smart Update24, by Swastika Paul
Google Home |এখনকার আধুনিক যুগে Technology সবদিক থেকে এগিয়ে | যেমন: Google Vs Siri Vs Cortana , Android Vs iPhone, Windows Vs Mac.
Google Home দেখতে 3.79 ইঞ্চি প্রস্থ আর 5.62 ইঞ্চি লম্ব | প্রথমত এটি একটি Artificial Intelligence Device । প্রতিদিনের কাজ কর্ম ও প্রতিদিনের রুটিন বিশ্লেষণ করে সঠিক সিধ্যান্ত দিতে পারে |অনলাইন অফলাইন দুইভাবেই কাজ করতে পারে Google Home. Weather , Route Plan and Road Traffic | এই তিনটি দিক বিবেচনা করে Google Home আপনার জন্য মিটিং বা ছুটির দিন সিলেক্ট করতে সাহায্য করবে। Voice activate এই ডিভাইস মালিকের voice শোনার সাথে সাথে active হয়ে যাবে। বাকি সময় এটি থাকবে Stand By Mode এ। ঘরের সকল Smart device এটি নিজের সাথে কানেক্ট করে রাখা আর voice command -র ফলে device গুলো নিয়ন্ত্রণ করা এর প্রথম কাজ। টাওয়ার এর মতো দেখতে device -টির নিচে রয়েছে দুইটি high quality speaker আর দুইটি microphone । Google Home এর কণ্ঠ google assistant এর মতো। voice command -র মাধ্যমে গান শোনা,মেইল চেক,টাইমার সেট সহ ছোট খাটো কাজ তো থাকছেই।
Multi tasking এর ক্ষেত্রে Google সবসময় এগিয়ে। Multiple room controlling এর কারণে Google Home -কে একদম আলাদা পদ্ধতিতে প্রোগ্রাম করা হয়েছে |
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান |