Smart Update24 , by Swastika Paul
Indian Institute of Science Education & Research – এর অধ্যাপক Nirmalya-বাবু আলোর মেরুকরণের নিয়ে মৌলিক বিষয় সংক্রন্ত গবেষণার জন্য এই আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন | ক্ষেরপাই শহরের মালপাড়ার ২ নং ওয়ার্ড এর বাসিন্দা Nirmalya Ghosh | 2009 থেকে তিনি কলকাতা আইজার এর সাথে কাজ করছেন | মার্কিন যুক্তরাষ্ট্রের “International Society for Optics & Photonics”– আলোর মেরুকরণের নিয়ে মৌলিক বিষয় সংক্রন্ত গবেষণার জন্য 2004 থেকে প্রত্যেক বছর সারা বিশ্বে এক এক জনকে “G . G Stokes Award”- প্রাপ্ত করে চলেছে | ভারত এর ইতিহাসে এই প্রথমবার 2021 সালে এই অ্যাওয়ার্ড প্রাপ্ত হলেন এক বাঙালি বিজ্ঞানী |
তিনি জানান যে একজন বাঙালি হিসাবে তিনি গর্বিত এবং গবেষণা সফল করে তিনি খুব খুশি | বাঙালির গবেষণায় নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মেরুকৃত আলো পদার্থের ওপর ফেলে বিচ্ছুরিত বর্নালী পর্যবেক্ষনের দ্বারা পদার্থের কম্পোসিশন সম্পর্কে ধারণা পাওয়া যাই | এবং এই গবেষণার দ্বারা তিনি প্রমাণ করেন যে খুব জটিল রোগ কে অনেক নিঁখুত ভাবে ফার্স্ট স্টেজ থেকে সনাক্ত করা যায় | যেমন : ক্যান্সার | ক্যান্সার ফার্স্ট স্টেজ এ ধরা পড়লে তা প্রতিরোধ করা যায় | এছাড়া এটি Light dependent Nano Technology -তে ব্যবহার করে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র তৈরি হচ্ছে যা আগামী দিনে স্বাস্থ্য বিজ্ঞানের অনেক উপযোগী হবে বলে তিনি জানিয়েছেন | Nirmalya বাবু ক্ষীরপাই শহরে বিদ্যালয় এর পড়াশোনার পর কল্যাণী বিশ্ব বিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় বি .এস সি. করেন এবং IIT Kanpur থেকে Laser Technology – তে M.Tech করেন | এবং ইন্দোর থেকে PHD করেন ও কানাডার ইউনিভার্সিটি অফ টরেন্টও থেকে পোস্ট ডক্টরেট করেন |
এই বাঙালীই বিজ্ঞানির কাহিনী জেনে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান |