জাল PAN কার্ডে সাবধান, আপনার PAN কার্ডটি অরিজিনাল না জাল ধরা পড়বে সামান্য পরীক্ষাতেই, পড়ুন বিস্তারিত

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Smart Update24,By Syed Mosharaf Hossain


জাল PAN কার্ডে সাবধান, আপনার PAN কার্ডটি অরিজিনাল না জাল ধরা পড়বে সামান্য পরীক্ষাতেই, পড়ুন বিস্তারিত:-

আজকের দিনে Pan Card (প্যান কার্ড ) হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আইডি কার্ড । Pan Card (প্যান কার্ড )  ছাড়া আপনি কোন আর্থিক লেনদেন করতে পারবেন না । আর্থিক লেনদেনের  ক্ষেত্রে প্যান কার্ড থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।   প্যান কার্ডের নাম্বার এর মাধ্যমে আপনি সহজেই ব্যাংক একাউন্ট খুলতে পারেন । সম্পত্তি কেনাবেচা , গাড়ি কেনাবেচা আরো অনেক কিছু করতে পারেন এই প্যান কার্ডের নাম্বার টা দিয়ে।


তবে আজকাল নকল প্যান কার্ডের অনেক ঘটনা সামনে আসছে। এমন পরিস্থিতিতে কোনও লেনদেন করার আগে আপনার জানা উচিত যে আপনার প্যান কার্ডটি ঠিক তো?
আজকের দিনে আর্থিক এবং ব্যাংকিং কার্যক্রমের জন্য প্যান ব্যবহার বাধ্যতামূলক। আয়কর বিভাগ একটি ১০-সংখ্যার সনাক্তকরণ নম্বর জারি করে। প্যান কার্ড আমাদের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ নথি।

Group Cards
Google News View Now

আপনি নিজের প্যান কার্ড পরীক্ষা করতে পারেন

  • আপনাকে প্রথমে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে যেতে হবে।-Click here
  • এখানে ওপরের দিকে পাবেন ‘ভেরিফাই ইওর প্যান ডিটেইলস’ -লিঙ্কটিতে ক্লিক করতে হবে।-Click here
  • এর পরে প্যান কার্ডের বিশদ তথ্য দিতে হবে।
  • এতে আপনাকে প্যান নম্বর, প্যান কার্ডধারীর পুরো নাম, জন্ম তারিখ ইত্যাদি সম্পর্কে তথ্য দেওয়া হবে।
  • সঠিক তথ্য পূরণ করার পরে, পোর্টালটিতে একটি মেসেজ আসবে যে আপনার তথ্য প্যান কার্ডের সাথে মেলে কিনা।
  • এভাবে আপনি সহজেই প্যান কার্ডের সত্যতা জানতে পারবেন।

 

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here