Smart Update24,By Syed Mosharaf Hossain
আপনারা কি জানেন ফোন করলে আমরা হ্যালো কেন বলি? আর যতবারই হ্যালো বলি তত বার উচ্চারিত হয় বিজ্ঞানীর প্রেমের গল্প।
‘হ্যালো…তুমি শুনতে পাচ্ছো কি? যদি টেলিফোন প্রেমের আইকন বেলা বোস হয়ে থাকে তাহলে গ্রাম বেল ও তার কথিত প্রেমিকা হচ্ছে সেই প্রেমের জনক। কারণ বিজ্ঞানী গ্রাম বেল হ্যালো কথা বলা চালু করেছিলেন। পরবর্তীকালে আজকের দিনে পৃথিবীর 99.99 শতাংশ মানুষই ফোন করে প্রথমে হ্যালো কথাটি বলেন এই হ্যালো কথাটি তাদের দান। আজকের দিনে কোন ব্যক্তি ফোনে যতবারই হ্যালো বলেন ততোবারই বেল ও মার্গারেটের প্রেমের কাহিনী উচ্চারিত হয় সবার মুখে মুখে।গ্রাম ব্যালেন্সে অজানা প্রেমিকার নাম হ্যালো আর প্রত্যেকবারই উচ্চারিত হচ্ছে গ্রাহাম বেলের সেই অজানা প্রেমিকার নাম । প্রতিটি হ্যালোতে লুকিয়ে অজানা অচেনা প্রেমের সেই কাহিনী। গল্প কেমন? গল্প আপনার আমার মতোই। খুব সাধারণ। তবে টেলিফোনের আবিষ্কর্তা প্রথমবার ফোন তুলে কোনও কথা বলে থাকলে সেটার আর অসাধারণ থাকে না। আর সেটাই হয়ে গিয়েছে ইতিহাস।
গ্রাম বেল যখন প্রথম টেলিফোন আবিষ্কার করেছিলেন তখন তিনি যাকে ফোনটি করেছিলেন তিনি হচ্ছেন তার গার্লফ্রেন্ড। এবং তিনি যে প্রথম কথাটি উচ্চারণ করেছিলেন সেটা হচ্ছে হ্যালো। অর্থাৎ তিনি তার প্রেমিকার নাম ধরে রেখেছিলেন তার নাম ছিল মার্গারেট হ্যালো।
পরবর্তীকালে বিজ্ঞানী গ্রাম বেল তাঁর প্রেমিকার নাম ধরেই সম্বোধন করেছিলেন। বলেছিলেন ‘হ্যালো’। আর তালেগোলে সেটাই আজ সবার মুখে মুখে ফেরে। ফোন তুলেই ‘হ্যালো’………।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।