HomeSocial Newsআপনি কি বাইক চালান ? তাহলে জেনে নিন বাইক চালানোর নয়া নির্দেশিকা...

আপনি কি বাইক চালান ? তাহলে জেনে নিন বাইক চালানোর নয়া নির্দেশিকা , না মানলে হতে পারে ফাইন ।

Do you ride bikes Then find out the bike riding new guidelines,

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

আপনি কি বাইক চালান ? তাহলে জেনে নিন বাইক চালানোর নয়া নির্দেশিকা , না মানলে হতে পারে ফাইন ।

bike riding new guidelines 2021: দিন প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। দুর্ঘটনা কমাতে কেন্দ্রীয় পরিবহণ দফতর কিছু সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, গাড়ি তৈরি ও গাড়ির ফিচারে কিছু পরিবর্তন করা হবে। কেন্দ্রীয় পরিবহণ দফতর জাতীয় সড়কে নিরাপত্তার কথা চিন্তা করে অনেক কিছুতে পরিবর্তন নিয়ে এসেছে।

bike riding new guidelines 2021 in west bengal : 

. চালকের সিটের পিছনে হ্যান্ড হোল্ড

সরকারি নির্দেশিকা অনুসারে, বাইক চালকের পিছনের সিটের দুই পাশেই হ্যান্ড হোল্ড লাগানো বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত বাইকের পিছনের সিটের আরোহীর নিরাপত্তার কথা মাথায় রেখে করা হয়েছে। চালক হঠাৎ ব্রেক কষলে এই হ্যান্ড হোল্ড বিশেষ সাহায্য় করবে পিছনে বসে থাকা আরোহীকে।

এর আগে বাইকে এমন সুবিধা উপলব্ধ ছিল না। এর পাশাপাশি, চালকের পিছনের সিটে বসা ব্যক্তির জন্য দুই পাশেই পা-দানি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও বাইকের পিছনের চাকার বাঁ দিকের অর্ধেক অংশে কভার গার্ড লাগাতে বলা হয়েছে, এতে মহিলাদের কাপড় বা ওড়না জড়িয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমবে।

Group Cards
Google News View Now

Read More : Delhi rape victim 2021 : ফের দিল্লিতে 9 বছরের শিশু ধর্ষণ।

. কন্টেনারের নিয়ম বদল

এবার থেকে কন্টেনারে বদল আনতে চলেছে সরকার। বাইকের কন্টেনার আগের থেকে ছোট করতে বলা হয়েছে। যার দৈর্ঘ্য ৫৫০, প্রস্থ ৫১০ এবং উচ্চতা ৫০০ মিলিমিটারের বেশি হবে না। এই নিয়ম মানা হলে তবেই বাইকের পিছনে আরেকজন বসতে পারবেন। আর যদি এই নিয়ম মানা না হয়, তাহলে বাইক-চালক একাই বাইক চালাবেন। নিয়ম না মানা হলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।

. টায়ার নিয়ে নতুন নির্দেশিকা

এবার থেকে সর্বোচ্চ ৩.৫ টন ওজন পর্যন্ত গাড়িতে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এটি একটি সেন্সর সিস্টেম। এর সাহায্যে গাড়ির চাকায় কখন কতটা হাওয়া রয়েছে তা বুঝতে পারা যাবে। এছাড়াও গাড়িতে টায়ার সারাবার টুলকিট মজুত রাখতে বলা হয়েছে।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular