বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেন বানানো দাবি করলো দক্ষিণ কোরিয়া, 60 মিনিটে যাবে 1000 কিলোমিটার.-

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Smart Update24,Swastika Paul


বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেন বানানো দাবি করলো দক্ষিণ কোরিয়া, 60 মিনিটে যাবে 1000 কিলোমিটার.-hyperloop main

বিশ্বের সবথেকে দ্রুতগামী ট্রেন বানানোর দাবি করলো দক্ষিণ কোরিয়ার  দি কোরিয়া রেলরোড রিসার্চ ইনস্টিটিউট । দি কোরিয়া রেলরোড রিসার্চ ইনস্টিটিউট এই ট্রেন বানিয়েছে বলে জানা যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে এই ট্রেনটি সুপারসনিক স্পিডে চলবে তার মানে এই ট্রেনটি একঘন্টায় হাজার কিলোমিটার রাস্তার পাশ করতে পারবে কোন বাধা ছাড়াই। তাদের দাবি এই যাত্রীবাহী ট্রেন যখন রাস্তায় নামবে তখন এটি বিমান থেকে দ্রুতগতিতে ছুটবে।


এই ট্রেনটি দক্ষিণ কোরিয়ার Hyperloop Train এর নতুন সংস্করণ । অর্থাৎ এর আগে হাইপারলুপ ট্রেন যেখানে এক ঘন্টায় 714 কিলোমিটার পথ অতিক্রম করত সেটি এখন এক ঘন্টায়  1000 কিলোমিটার পথ অতিক্রম করবে। দক্ষিণ কোরিয়া 2017 সাল থেকে এই Hyperloop Train প্রজেক্ট এর উপর কাজ করে চলেছিল গত বছর অর্থাৎ 2020 সেপ্টেম্বর মাসে প্রথমবার এর ট্রেনের পরীক্ষা সফল ভাবে পূর্ণ হয়েছিল।vehicle inside e1610895428844

Group Cards
Google News View Now

ট্রেন প্রস্তুতকারক সংস্থা দাবি করেছে, তারা সমস্ত ত্রুটি সারিয়ে ফেলেছে। ফলে হাইপার টিউব ট্রেন আরো দ্রুতগতিতে ছুটতে পারবে।তবে চলতি বছরে এই ট্রেন ট্র্যাকে দৌড়বে না। ২০২২ থেকে ২০২৪ এর মধ্যে এই ট্রেন যাত্রী নিয়ে ছুটবে। ট্রেন প্রস্তুতকারক সংস্থা দাবি করেছে, এই ট্রেন চেপে দক্ষিণ কোরিয়ায় যে কোনও অংশ থেকে মাত্র 30 মিনিটের মধ্যে  পৌঁছানো যাবে।

 


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here