how to link Aadhaar card with digital ration card | online and offline apply
Contents
- 1 how to link Aadhaar card with digital ration card | online and offline apply
- 1.0.1 West Bengal Digital Ration Card 2021 | link Aadhaar card with digital ration card online (পশ্চিমবঙ্গে Aadhaar Card-এর সঙ্গে Ration Card লিঙ্ক করার পদ্ধতি – অনলাইন)
- 1.0.2 link Aadhaar card with digital ration card offline (অফলাইন) :
- 1.0.3 Documents required to link Aadhaar card with Ration Card in West Bengal
রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করেছেন তো? জেনে নিন কীভাবে করবেন
West Bengal Digital Ration Card 2021 :এক দেশ, এক রেশন কার্ড। কেন্দ্রের এই ভাবনার উপর ভিত্তি করে চালু হয়েছে নতুন রেশন কার্ড। এবার সেই রেশন কার্ডই জুড়ে যাচ্ছে আধার কার্ডের সঙ্গে। ফলে কোনও রাজ্যের মানুষ যে কোনও প্রান্তে, যে কোনও রেশন দোকান থেকেই জিনিস নিতে পারবেন। আর এ বিষয়ে কাজ করছে পশ্চিমবঙ্গ সরকারও।
Read More : বাজারে আসতে চলেছে এমন একটি AC যেটি যত ইচ্ছে চালান দিতে হবে না কোন বিদ্যুৎ বিল – পড়ুন বিস্তারিত
কীভাবে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করবেন? জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি (ration card aadhar link online west bengal) :
West Bengal Digital Ration Card 2021 | link Aadhaar card with digital ration card online (পশ্চিমবঙ্গে Aadhaar Card-এর সঙ্গে Ration Card লিঙ্ক করার পদ্ধতি – অনলাইন)
- ১) পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট wb.gov.in-এ যান। গুগল-এ West Bengal Food Department Website সার্চ করলেও পাবেন।
- ২) ওয়েবসাইট খুলে বাঁ-দিকে ‘Ration Card’ অপশনটি সিলেক্ট করুন।
- ৩) এরপর ‘Apply Online’-করুন।
- ৪) তারপর ‘Apply for updating Aadhaar No. and Mobile No. for already existing Digital Ration Card Submit’-তে ক্লিক করুন।
- ৫) প্রয়োজনীয় তথ্যাবলী ভরুন।
- ৬) আধার কার্ডের কপি আপলোড করুন। এরপর ‘Submit’ করুন।
link Aadhaar card with digital ration card offline (অফলাইন) :
- নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র বা রেশন দোকান থেকে আধার-রেশন কার্ড সংযোগ হবে। সঙ্গে লাগবে মোবাইল নম্বরও।
Documents required to link Aadhaar card with Ration Card in West Bengal
You need the following documents to link your Aadhar Card with your Ration Card in West Bengal.
- Scanned copy of Aadhaar Card
- Ration Card number and Category
- Mobile Number