HomeGovt SchemesWest Bengal UtshaShree Portal apply date and process for Teachers Transfer –...

West Bengal UtshaShree Portal apply date and process for Teachers Transfer – Eligibility, Benefits

বহু বছর থেকেই শিক্ষকরা বাড়ির কাছে তাঁদের বদলির দাবি জানিয়ে আসছিলেন।

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

West Bengal UtshaShree Portal apply date and process for Teachers Transfer – Eligibility, Benefits

UtshaShree Portal apply date : Teacher দের জন্য new project ‘উত্‍সশ্রী’ । New Project-র ঘোষণা করলেন Chief Minister Mamata Banerjee। CM জানিয়েছেন, ‘উত্‍সশ্রী’ নামে একটি Portal চালু করছে State।

শিক্ষকরা বাড়ির কাছে বদলি চাইলে Portal এ Application করতে পারবেন। এই প্রকল্প কবে থেকে চালু হবে, তা এখনো স্পষ্ট করা হয়নি। নিজের District বা নিজের বাড়ির কাছে বদলি চান বহু Teacher রা। বহুদিন ধরে বিষয়টি আটকে ছিল।

স্কুলশিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২ আগস্ট থেকে প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক-সমস্ত স্তরের শিক্ষকদের বদলির আবেদন অনলাইনে নেওয়া শুরু হবে। ৩১ জুলাই আনুষ্ঠানিক ভাবে বিকাশ ভবন থেকে এই পোর্টালের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বহু বছর থেকেই শিক্ষকরা বাড়ির কাছে তাঁদের বদলির দাবি জানিয়ে আসছিলেন। তবে মুখ্যমন্ত্রী এই বিষয়ে সবুজ সঙ্কেত দিলেও এই নিয়ে বাস্তবে কোনো প্রক্ল্পই রূপায়িত হয়নি। তবে এবার মুখ্যমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে সেই দিশাই দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে শিক্ষকরা নিজেদের জেলায় বদলির আবেদন করতে পারবেন নিজেরাই।

Group Cards
Google News View Now

বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘যে সমস্ত শিক্ষকরা বাড়ির কাছে বা নিজের জেলায় বদলি চান তাহলে এই অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে একসঙ্গে ১০ জনের বেশি আবেদন করলে তখন সম্ভব নয়। সেক্ষেত্রে নিজেদের মধ্যে একটু এডজাস্ট করতে হবে।’

মমতা আরও জানান, ‘আমি আগেই বলেছিলাম, শিক্ষকদের যাতে দূরে যেতে না হয়। অন্তত যতটা সম্ভব তাঁদের কাছাকাছি করা যায় সেটা দেখার জন্য একটা পোর্টাল হচ্ছে। যেখান শিক্ষকরা নিজেরাই আবেদন করতে পারবেন। শিক্ষা দফতর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এই পোর্টালটির নাম উৎসশ্রী। যেহেতু শিক্ষার ব্যাপার এবং শিক্ষা সমস্ত কিছুর উৎস, তাই এটার নাম দেওয়া হয়েছে উৎসশ্রী।’

utsashree portal online LinkClick

process for applying UtshaShree portal online, 

এই অ্যাপের মাধ্যমে আবেদনকারীরা নিজেরাই আবেদন করতে পারবেন। এরপর শিক্ষা দফতর গোটা বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় ইনিংস শুরু করেই শিক্ষকদের নিয়োগ নিয়ে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর ফের একবার শিক্ষকদের বদলি নিয়ে মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই খুশি শিক্ষক মহল।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular