BEL recruitment 2021| Apply for the post of Project Engineer| apply online | Know official website
Contents
- 1 BEL recruitment 2021| Apply for the post of Project Engineer| apply online | Know official website
- 1.1 Number of Vacancies in Bharat Electronics Limited 2021 Project Engineer Post:
BEL recruitment 2021: Applications have been invited for the post of Project Engineer and Project Officer in Bharat Electronics Limited. Eligible and enthusiastic candidates can submit applications soon.
BEL recruitment 2021 official website
Candidates can find out more about this by visiting the official website of Bharat Electronics Limited at https://www.bel-india.in/. The organization has informed that the application process is going on now, the candidates have to submit the application form by August 4, 2021. Applications must be submitted online.
It is learned from the notification that the recruitment process for the post of Project Engineer and Project Officer is underway in the Hyderabad unit of Bharat Electronics Limited. Recruitment will be on a contract basis.
Number of Vacancies in Bharat Electronics Limited 2021 Project Engineer Post:
The total number of posts on behalf of the organization is 49.
Vacancy details of Bharat Electronics Limited 2021 Project Engineer Post:
- 1.Project Engineer-I (Electronics) 36 posts (BEL recruitment 2021 project engineer)
- 2.Project Engineer-I (Mechanical) 6 posts
- 3.Project Engineer-I (Computer Science): 4 posts
- 4.Project Officer-I (Human Resource): 1 post
Application age limit for candidates:
According to the notification, the maximum age limit for candidates for the post of Project Engineer and Project Officer can be 28 years.
Application Fee:
Candidates need to apply online. Candidates have to pay a fee of Rs. 500 for the application. However, there is no fee for the application of PWD, SC, and ST candidates.
Educational Qualifications of Applicants:
- 1.Candidates for the post of Project Engineer-I (Electronics) should have BE / B.Tech / B.Sc degree and Engineering Degree in Electronics / Electronics and Communication / Electronics and Technology or Telecommunication.
- 2.Candidates for the post of Project Engineer-I (Mechanical) should have BE / B.Tech / B.Sc degree and Mechanical Engineer.
- 3.Candidates for the post of Project Engineer-I (Computer Science) should have BE / B.Tech / B.Sc degree and Engineering degree in Computer Science.
- 4.Candidates applying for the post of Project Officer-I (Human Resource) must have MBA / MSW / MHRM / MA and Specialize in Human Resources.
Application Process |BEL recruitment 2021 apply online:
Candidates have to go to the official website of Bharat Electronics Limited, then open the CAREERS tab option and click on RECRUITMENT. After this the candidates will get a direct link, https://register.cbtexams.in/BEL/HyderabadUnit/– You can apply by visiting this link.
Know More Jobs Information: Click
BEL Recruitment 2021: প্রজেক্ট ইঞ্জিনিয়ার, অফিসার চাইছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড
ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং প্রোজেক্ট অফিসার পদের জন্য নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র চাওয়া হয়েছে। যোগ্য এবং উৎসাহী প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারেন।
ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.bel-india.in/ গিয়ে প্রার্থীরা এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীদের ৪ অগস্ট, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের হায়দরাবাদ ইউনিটে প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট অফিসার পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে (BEL recruitment 2021 hyderabad)। নিয়োগ হবে মূলত চুক্তি ভিত্তিতে।
ভারত ইলেকট্রনিকস লিমিটেডে শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ৪৯টি রয়েছে বলে জানানো হয়েছে।
ভারত ইলেকট্রনিকস লিমিটেডের শূন্যপদের বিবরণ:
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (ইলেক্ট্রনিক্স) ৩৬টি পদ
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (মেকানিক্যাল) ৮টি পদ
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (কম্পিউটার সায়েন্স): ৪টি পদ
- প্রজেক্ট অফিসার- I (হিউম্যান রিসোর্স): ১টি পদ
প্রার্থীদের আবেদনের বয়সসীমা:
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট অফিসার পদের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা হতে পারে ২৮ বছর।
আবেদন ফি:
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জন্য প্রার্থীদের ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তবে PWD, SC, এবং ST প্রার্থীদের আবেদনের জন্য কোনও ফি লাগবে না।
আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (ইলেকট্রনিক্স) পদের জন্য প্রার্থীদের BE/B.Tech/B.Sc ডিগ্রি এবং ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি অথাবা টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (মেকানিক্যাল) পদের জন্য প্রার্থীদের BE/B.Tech/B.Sc ডিগ্রি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (কম্পিউটার সায়েন্স) পদের জন্য প্রার্থীদের BE/B.Tech/B.Sc ডিগ্রি এবং কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
প্রজেক্ট অফিসার- I (হিউম্যান রিসোর্স) পদে আবেদনকারী প্রার্থীদের MBA / MSW / MHRM / MA এবং হিউম্যান রিসোর্সে বিশেষজ্ঞ হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীদের ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তার পর CAREERS ট্যাব অপশন খুলে RECRUITMENT-এ ক্লিক করতে হবে। এর পরেই প্রার্থীরা সরাসরি একটি লিঙ্ক পাবেন, https://register.cbtexams.in/BEL/HyderabadUnit/- এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন।