Smart Update24, By Syed Mosharaf Hossain
বাজারে আসতে চলেছে এমন একটি AC যেটি যত ইচ্ছে চালান দিতে হবে না কোন বিদ্যুৎ বিল – পড়ুন বিস্তারিত:-
গ্রীষ্মকালে গরম থেকে বাঁচার জন্য আমরা ফ্যান, AC বেশি ব্যবহার করি। আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্যান থাকলেও সবার বাড়িতে AC ব্যবহার হয় না । তার কারণ হচ্ছে AC ব্যবহারে বিদ্যুৎ খরচ তুলনামূলক অনেক বেশি। তাই মধ্যবিত্তদের বাড়িতে ফ্যান সবথেকে বেশি ব্যবহার হয়। তবে এবার মুশকিল আসানের দিন চলে এসেছে ।এমন এক এসি বাজারে এসেছে যেটি আপনি যত খুশি ব্যবহার করুন না কেন বিদ্যুতের বিল আসবেনা। শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্য এবার বাজারে এসেছে এমন এক এসি যেটি ব্যবহার করলে বিদ্যুতের বিল আসবে না।
কারণ মধ্যবিত্ত মুশকিল আসানের জন্য চলে এসেছে সৌরচালিত এসি । এই এসি বাজারে আনছে ভিডিওকন আর এলজি নামক দুটি নামই কোম্পানি। এই ACটি ব্যবহার করলে বিদ্যুৎ বিলের খরচা চিরদিনের জন্য মুক্তি পাবেন। ভিডিওকন ও LG এই দুই কম্পানির কথামতো এনারা মধ্যবিত্তের কথা মাথায় রেখে এই এসি বাজারে আনতে চলেছে এই এসির বিদ্যুৎ বিল যেমন আসবে না ঠিক তেমনি এটি মেন্টেন খরচাও অনেক কম । এই এসিটি সঙ্গে একটি সোলার প্যানেল লাগানো থাকবে যেটির ফলে দিনের সময় সূর্যের আলোতে এই এসিটি আপনার বাড়িতে ঠান্ডা করবে ঠিক তেমনি রাতের সময় যখন সূর্য থাকবে না তখন এই এসিটি সঙ্গে একটি ব্যাটারি সংযুক্ত থাকবে যে ব্যাটারি ফলে আপনি সারারাত এটাকে ব্যবহার করতে পারেন । 1 টন এসির জন্য চারটি সোলার প্যানেল কোম্পানি থেকে দেওয়া হবে । AC টির দাম এখনো কোম্পানি থেকে বলা হয়নি তবে মধ্যবিত্তের কথা মাথায় রেখে এই এসিটি বানানো হয়েছে তাই আশা করি এই এসির দাম কম হবে।
লেখাটি পড়ে আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান |