CBSE 10th, 12th Result 2021 Updates: When Is CBSE Releasing Result?
CBSE Class 12 results: Central Board of Secondary Education-র Notice থেকে এটুকু স্পষ্ট যে 22th July 2021, বৃহস্পতিবারে 12th Class-র ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল প্রকাশ হবে না। এর বদলে ঠিক কবে তা প্রকাশ করা হবে?
Read More: Postal recruitment 2021: Recruitment of Grameen Dak Sebak at Post Office Apply Now |
Central Board of Secondary Education-র Notice অনুযায়ী তারা 25th July 2021 তারিখে Result প্রকাশ করতে চলেছে। এর কারণ হিসাবে দায়ী করা হয়েছে দেশের Covid Situation কেই! নোটিশ এ জানানো হয়েছে যে যতই ফলপ্রকাশ Internal Process-র ভিত্তিতে হোক না কেন, তার List তৈরি করতে গিয়ে পর্যুদস্ত হয়ে পড়েছেন Teacher-রা |ফলে নির্ধারিত সময়ের চেয়ে সামান্য একটু বেশি সময় দরকার তাঁদের ।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে, বস্তুত এই মর্মে ইতিপূর্বে শীর্ষ আদালতের তরফ থেকেও অযথা কালক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে | ফলে আশা করা যাচ্ছে যে 25th July 2021 তারিখেই ফল প্রকাশ করা হবে Board-র তরফে।
Read More: Asteroid Day: A stadium-sized asteroid is orbiting the Earth
ছাত্রছাত্রীরা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের Official Website (cbse.gov.in) মারফত 25th July বিকেল ৫টা থেকে CBSE Class 12 results দেখতে পারবেন। এছাড়া Digi locker ও UMANG App ও পূর্ব প্রতিশ্রুতি মতো ফল দেখা যাবে বলে আশা করা হচ্ছে |