2021 BMW 6 Series GT facelift revealed, to arrive in India next year
BMW 6 Series: German company BMW ভারতে New scooter লঞ্চ করতে চলেছে । এই সংক্রান্ত একটি Teaser picture নিজেদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে BMW।
কয়েকদিন আগে লঞ্চ করা হয়েছিল BMW C400X and BMW C400GT। বিশেষজ্ঞদের অনুমান, এই দুটির মধ্যে 400GT মডেলটা India তে লঞ্চ করা হতে পারে | উল্লেখ্য, এই দুই Maxi scooterএ রয়েছে 350CC Platform।
গতবছরই এই Scooter-র GT মডেলে ‘0 gas’ system অন্তর্ভুক্ত হয়। তাছাড়া স্কুটারের Engine and exhaust system ও Upgrade করা হয়েছিল। এই স্কুটারে যুক্ত হয়েছিল New Catalytic Converter,একটি Modified cylinder head and oxygen sensor।
এদিকে স্কুটারের GT Model-র Engine টিতে 350cc single cylinder liquid cool feature রয়েছে। এছাড়া ট্রান্সমিশনে এরকটি CVT gear box রয়েছে এই স্কুটারের।
Read More: TATA Cars: TATA is returning to Bengal Industry, with the Nano project
এই বছরই স্কুটারটিতে Revised automatic stability control যুক্ত করে Upgrade করা হয়েছে।Security বজায় রাখতেই যোগ করা হয়েছে এই Feature টি। Launch-র সময় এই Maxi Scooter-র দাম 6 লক্ষ টাকার বেশি হবে বলেই মনে করা হয়েছে।
Read More: Eid Ul-Adha 2021: When is Eid-ul-Adha ( Bakrid), know its importance