Indian Railway: “We are ready,” said the Indian Railways Read more
Rail Services: Covid 2nd Wave মাথাচড়া দিতেই বন্ধ করা হয়েছিল ট্রেন চলাচল। Covid Guide Lines মান্য করে রাজ্যে Rail চলাচল বন্ধ থাকলেও, চালু রাখা হয়েছিল কয়েকটিমাত্র Staff special train। তবে বর্তমান সময়ে প্রায় সব ক্ষেত্রেই ছাড় দেওয়া হলেও, এখনও অবধি বন্ধ রয়েছে Rail চলাচল।
Train বন্ধ থাকায়, বড়সড় Financial loss-র সম্মুখীন হতে হচ্ছে বলে মনে করছেন Expert রা। অন্যদিকে কর্মক্ষেত্রে যাওয়ার কারণে Rulesভেঙ্গেই এই Stuff Special Train উঠে পড়ছেন বহু মানুষ। যার ফলে উপছে পড়া ভিড় দেখা যাচ্ছে Train গুলোতে।
Rail Services; এভাবে ভিড় বাড়তে থাকায়, আরও বিপদে পড়তে হচ্ছে অনেককেই। Right Time এ নিজের গন্তব্যে অনেকেই পৌঁছাতে পারছেন না। যার ফলে আবারও financial crisis এ পড়তে হচ্ছে।
Know More: UGC: কবে ভর্তি, কবে ক্লাস শুরু, দেশের সব কলেজকে নির্দেশ পাঠাল UGC | জানুন বিস্তারিত |
তবে প্রায় 2 Month পর Metro-র দরজা খুলে দিতেই, দূরত্ব বিধি শিকেয় তুলে First দিনে উপছে পড়া ভিড় লক্ষ্য করা গেছে । সেইদিক থেকে দেখতে গেলে, Train চালু করলেও, সেখানে ভিড় সামলানো অসম্ভব।
Train চালানোর প্রসঙ্গে রাজী Railway authorities। এবিষয়ে এক Railway official জানিয়েছেন, ‘আমাদের সমস্ত Local Train নিয়মিত Sanitize করা হচ্ছে, আমরা পুরোপুরি Ready। অন্যদিকে সরকার তো 25% Employee নিয়ে Office খোলার কথা বলেছেন |
Read More: SSC: আপার প্রাইমারির ইন্টারভিউয়ের কল লেটার কীভাবে ডাউনলোড করবেন | জানুন বিস্তারিত |
সেক্ষেত্রে ভিড় তুলনামূলক কমই হবে। তবে ভিড় সামলানোর বিষয়টা State Government-র উপরই ছেড়ে দিয়েছে Rail Authorities |