Screen Guard: It does not save your smartphone, but harms it Learn more |
Blue light screen protector: বেশিরভাগ মানুষ নিজের Smart Phone-র উপর Screen Guard লাগান। কিন্তু Third Party Screen-Guard ব্যবহার করলে তা আপনার ফোনর ক্ষতি বেশি করবে।
সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয় যে Modern Smart Phone-র Screen-র তলায় 2টি Sensor থাকে Ambient light and proximity | বাইরে Sunlight-র সঙ্গে তাল মিলিয়ে Screen-র Brightness নিজে নিজে বাড়ে বা কমে এই Ambient Light sensor-র সাহায্যে।
Read More: Ola Electric Scooter: India will Launch Ola Scooter, CEO test ride an electric scooter
বেশি রোদে বের হলে Screen ও বেশি bright হবে যাতে আপনি ঠিক ভাবে দেখতে পান। কম bright স্থানে screen-র brightness আপনা আপনি কমিয়ে দেয় এই Sensor। খেয়াল করবেন যখন কানে ফোন লাগিয়ে কথা বলেন, আপনা আপনি Screen-র Light নিভে যায়। কানের সঙ্গে দূরত্ব বুঝে এই Light On বা Off হয়। এই কাজটি করে Proximity Sensor |
ফোনের বাইরে থেকে দেখা যায় না এই সেন্সরগুলি । তবে ফোনের কাজ এর অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেন্সর গার্ড হয়, এর কারণে অনেক সময়ে Screen Touch কাজ করে না। তাছাড়া থার্ড পার্টি স্ক্রিন গার্ড ব্যবহারের জেরে অনেক ক্ষেত্রেই In-display fingerprint sensor ও কাজ করা বন্ধ করে দেয়।
Read More: Download and Install Windows 11: How to install Windows 11 on your PC?
Experts দের মতে স্ক্রিন-গার্ড যদি লাগাতেই হয় তাহলে কোনও Branded Screen Protector(blue light screen protector) use করা উচিত। সবথেকে ভালো হয় যদি যে Company-র ফোন, সেই কোম্পানিরই স্ক্রিন-গার্ড ব্যবহার করা। স্ক্রিন-গার্ড সেভাবেই তৈরি হয় যাতে সেন্সর আটকে না পড়ে।