Microsoft-র ভুল ধরিয়ে দিয়ে ২২ লাখ টাকা উপহার পেলেন ভারতের অদিতি (Microsoft’s mistake)
Microsoft’s mistake: Microsoft-র এর ভুল সংশোধন করে দিয়ে ২২ লাখ টাকা পেলেন অদিতি সিং। সংস্থার বিরাট বাগ চিনিয়ে দিয়েছেন তিনি। তবে এটি প্রথমবার নয় এই নিয়ে দ্বিতীয় বার এমনই বিরাট ভুল ধরিয়ে দিয়ে লাখপতি হলেন অদিতি।
মাস দুয়েক আগে ফেসবুকের বাগ ধরিয়ে দিয়ে বলা যায় ভুল চিনিয়ে দিয়ে এমনই মোটা অঙ্কের পুরস্কার পেয়েছিলেন অদিতি।
এবার microsoft- Azure cloud system-র বেশকিছু ভুল চিনিয়ে এবং তার সমাধান সূত্র কোম্পানিকে জানিয়ে ৩০ হাজার ডলার অর্থাৎ ২২ লাখ টাকা পুরস্কার পেলেন ভারতের অদিতি সিং।
অদিতি সিং একজন এথিকাল হ্যাকার। বিগত দুই বছর ধরে এই হবিকে পেশায় পরিণত করেছেন তিনি। তিনি জীবনে প্রথম হ্যাক করেছিলেন তার প্রতিবেশীর ওয়াইফাই পাসওয়ার্ড। এরপরই একের পর এক হ্যাক করার বিষয়ে ক্রমশ পন্ডিত হয়ে ওঠেন।
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে নিতে তিনি ৪০ টি কোম্পানির বাগ খুঁজে তাদের জানিয়েছিলেন। ৪০ টি কোম্পানির মধ্যে রয়েছে ফেসবুক, টিকটক, মাইক্রোসফ্ট, মজিলা, পেটিএম সহ আরও অনেকে।
Aditi Singh got Rs 22 lakh for correcting Microsoft’s mistake.
He pointed out the huge bugs of the company. However, this is not the first time that Aditi has become a millionaire by making such a big mistake for the second time.
A couple of months ago, Aditi caught a bug on Facebook and it can be said that Aditi got such a hefty reward for misidentifying. This time, Aditi Singh of India got a reward of Rs. 30,000, i.e.
More: 3 Future technologies, the can change the world | Ink wiper printer |Five-finger mouse|
Aditi Singh is an ethical hacker. He has turned this hobby into a profession for the past two years. He hacked his neighbor’s WiFi password for the first time in his life. After that, he gradually became a scholar about hacking one after another.
He told them to find bugs in 40 companies to prepare for the medical entrance exam. The 40 companies include Facebook, TickTock, Microsoft, Mozilla, Paytm, and many more.