প্রযুক্তির চূড়ান্ত সাফল্য, আকাশে উড়ল চারচাকা গাড়ি (Flying car)
Flying Car: প্রায় দু’দশক আগে কল্পবিজ্ঞান ভিত্তিক একটি সিনেমায় দেখা গিয়েছিল মাটি থেকে কয়েকশো ফুট উঁচুতে অবলীলায় উড়ে চলেছে অসংখ্য গাড়ি। এবার খুব শীঘ্রই সেটাই বাস্তব হতে চলছে। কারণ সত্যিই এবার মাটি ছেড়ে আকাশে উড়ল গাড়ি।
সম্প্রতি পরীক্ষামূলকভাবে স্লোভাকিয়ার (Slovakia) এক শহর থেকে আরেক শহরে উড়ল AirCar নামে গাড়িটি।
৩৫ মিনিটে সে দেশের নিত্রা বিমানবন্দর থেকে ব্রাতিস্লাভা বিমানবন্দরে পৌঁছে গেল প্রফেসর স্টেফান ক্লেইন এবং তাঁর সহকারী অ্যান্টন জেজাকের তৈরি AirCar।
জানা গিয়েছে, এয়ারকারের প্রথম প্রোটোটাইপটি নিয়েই পরীক্ষামূলক এই উড়ানটি সফল হয়েছে। প্রপেলারযুক্ত গাড়িটিতে আপাতত ব্যবহার করা হয়েছে ১৬০ হর্সপাওয়ারযুক্ত বিএমডব্লিউ ইঞ্জিন। তবে পরবর্তী সংস্করণে আরও উন্নত ইঞ্জিন ব্যবহার করা হবে।
স্টেফান ক্লেইন জানিয়েছেন, এই এয়ারকারের প্রথম প্রোটোটাইপটি এখনও পর্যন্ত ৮২০০ ফুট উচ্চতায় ১৯০ কিমি/ঘণ্টায় উড়েছে। ৪০ ঘণ্টা উড়ানও সম্পন্ন করেছে সেটি। Aircar এর পরীক্ষামূলক উড়ানে ক্লেইন প্রথমে নিত্রা বিমানবন্দর থেকে ওড়েন। তারপর ৩৫ মিনিটের উড়ানের পর সেটি ব্রাতিস্লাভা বিমানবন্দরে নামে। এরপর মাত্র ২ মিনিট ৩৫ মিনিটে প্লেন থেকে পুনরায় সেটি স্পোর্টস কারের রূপ নেয়। এরপর শহরের মধ্যে দিয়ে সেই গাড়িটি চালান ক্লেইন।
কীভাবে সামান্য একটি স্পোর্টস কার থেকে একেবারে উড়ন্ত যানে পরিণত হয় গাড়িটি?
প্রথমে রাস্তায় চললেও নির্ধারিত বোতাম টিপলে সেটি থেকে আসতে আসতে প্রপেলার বেরিয়ে আসবে। এরপর সেটি আকাশে উড়তে সক্ষম হবে। পরবর্তীতে গন্তব্যে পৌঁছনোর পর পুনরায় প্রপেলারটি ভিতরে প্রবেশ করবে।
জানা গিয়েছে, আকাশে ওড়ার ক্ষেত্রে গাড়িটিতে ২ জন যাত্রী সওয়ার হতে পারবেন। সঙ্গে ২০০ কেজি মালও বহন করতে পারবে ওই এয়ারকার। ক্লেইন জানিয়েছেন, এরপর তাঁরা এই গাড়ির প্রোটোটাইপটির দ্বিতীয় সংস্করণ তৈরি করবেন। তাতে যুক্ত করা হবে ৩০০ হর্সপাওয়ারের ইঞ্জিন। সেটির গতিবেগ হতে চলেছে ৩০০ কিমি/ঘণ্টা এবং একবারে সেটি ১০০০ কিলোমিটার উড়তে পারবে।
Flying Car: Nearly two decades ago, a sci-fi movie showed countless cars flying hundreds of feet above the ground. This is going to be real soon. Because this time the car really left the ground and flew in the sky.
The car, called AirCar, recently flew from one city in Slovakia to another. In the 35th minute, he arrived at Bratislava Airport from the country’s Nitra Airport with an AirCar made by Professor Stefan Klein and his assistant Anton Zazak.
It is learned that this test flight has been successful with the first prototype of Aircar. The propeller-powered car currently uses a 180-horsepower BMW engine. However, the next version will use a more advanced engine.
According to Stefan Klein, the first prototype of this aircraft has so far flown at an altitude of 7200 feet at 190 km / h. It also completed a 40-hour flight. On Aircar’s test flight, Klein first flew from Nitra Airport.
It then landed at Bratislava Airport after a 35-minute flight. Then in just 2 minutes and 35 minutes, it took the form of a sports car again from the plane. Klein then drove the car through the city.
How does a little car turn a car into a flying car?
At first, even if you walk on the road, if you press the prescribed button, the propeller will come out. Then it will be able to fly in the sky. The propeller will re-enter after reaching the next destination.
It is learned that in case of flying in the sky, the car can carry 2 passengers. The aircar will be able to carry 200 kg of cargo. Klein said they would then build a second version of the prototype of the car. 300 horsepower engine will be added to it. Its speed is going to be 300 km / h and it can fly 1000 km at a time.