41 crore people in the world will go underwater in 60 years the research revealed |
Greenhouse Gases: International Science Research Journal: Greenhouse Gases-র Emissions কমানো সম্ভব না হলে আর 80 Years-র মধ্যে বিভিন্ন Ocean and coastal-বর্তী বিশ্বের অন্তত 41 Crore মানুষ চলে যাবেন জলের তলায়।
Read More: Aadhaar Ration Card link: How to link Aadhaar and ration card!
Ocean and sea level অনেকটা উপরে উঠে আসার ফলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন Indonesia-র মানুষ।
জলের অতলে তলিয়ে যাবে equatorial region-র দেশগুলির 62% Land। যার জেরে বিপদাপন্ন হয়ে পড়বেন equatorial region-র দেশগুলির 72% মানুষ। তার মধ্যে শুধু এশিয়ারই 59% মানুষ।
International Science Research Journal “Nature Communications” এই খবর দিয়েছে।
Researcher-রা জানিয়েছেন, বিভিন্ন দেশের এই 41 crore মানুষ যে Land-র উপর থাকেন | সে সব জায়গা Sea level থেকে 2 meter-র ও কম উঁচুতে রয়েছে। ফলে, Greenhouse gas-র নির্গমনের জন্য Global warming-র কারণে সমুদ্রের উঠে আসা জলস্তর আর 80 Years-র মধ্যেই ওই সব এলাকাকে নিয়ে যাবে জলের তলায়। India-র The Arabian Sea on the west coast লাগোয়া বেশ কিছু অংশের মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা।
Read More: UGC Recruitment 2021- Apply Online Now
গত বছর Climate and Atmospheric Sciences -এর একটি research paper জানায়, 2300 সালের মধ্যে Oceans and seas গুলির জলস্তর সর্বাধিক 5 meter পর্যন্ত উঠে আসার আশঙ্কা রয়েছে।