Digital ration card link with Aadhaar card
Aadhaar Ration Card link: আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণের কাজ 3 মাসের মধ্যে Complete করতে হবে। Tuesday, Video conference এ সমস্ত District Magistrate কে নির্দেশ দিলেন Secretary of the Food Department।
Read More: Indian Army Recruitment: Indian Army Recruitment | Apply | Learn more |
বাজারে একাধিক Fake ration card রয়েছে। এই কারণেই, Chief Minister Mamata Banerjee নির্দেশ দেন, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করাতে হবে। নবান্ন থেকে Notice জারি করে জানিয়েও দেওয়া হয়েছে | 1st July থেকে সেই কাজ শুরু হবে।
সমস্ত District Magistrate-র সঙ্গে Video Conferrence করেন Food Secretary Parvez Siddiqui। জানিয়ে দেন, আগামী 3 Month-র মধ্যেই রেশন কার্ডে লিঙ্ক করাতে হবে আধার নম্বর। এই কাজের জন্য একটি Citing agency ও দেওয়া হয়েছে।
Read More: UGC Recruitment 2021- Apply Online Now
1st, Representatives of the organization-রা বাড়ি বাড়ি যাবেন। Proper Technology-র সাহায্যে তাঁরাই সংযুক্তিকরণের কাজ করবেন। 2nd, এই সংযুক্তিকরণের কাজ হবে Bangla Help Center এ |
How do link between aadhaar card and ration card ?
- Open UIDAI Official website ( https://rasf.uidai.gov.in/seeding/User/ResidentSplash.aspx)
- Click on “Start Now”
- Select your State and District
- Next “Benefit Type” থেকে select “Ration card” option করুন |
- Enter personal details (phone number, email id, Aadhaar Number)
- তারপর আপনার ফোনে registered mobile number এ OTP যাবে | UIDAI নম্বর দিয়ে রেশন কার্ড সংহত করতে কেবল enter করুন |
- আপনার Passport size-র ছবি এবং একটি আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন। আপনি যদি এখনও আপনার ব্যাংক অ্যাকাউন্টটি UIDAI-র সাথে Link না করেন তবে আপনাকে Passbook photocopy টি দেখাতে হবে।