Join Indian Army 2021 | Government of India |
Contents
Indian Army Recruitment: সম্প্রতি Indian Army তে Staff Recruitment-র Notice জারি করা হয়েছে। NCC Special Entry Scheme-র 50th Course-র মাধ্যমে এই Recruitment করা হবে। নিয়োগ করা হবে Short Service Commission এ। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আগামী 15th July, 2021-এর মধ্যে তাঁদের Application form সেনাবাহিনীর Government Website এ গিয়ে Submit করতে পারেন।
Recruitment Drive-র মাধ্যমে এই নিয়োগ করবে সেনাবাহিনী। মোট 55 টি Vacancy রয়েছে। এর মধ্যে 50টি পদে Men staff ও বাকি 5টি পদে Women staff-র নিয়োগ করা হবে।
যে সকল প্রার্থীরা এই recruitment process উত্তীর্ণ হবেন তাঁদের 14 Years-র জন্য Army তে নিয়োগ করা হবে। Primarily 10 Years ও পরবর্তীকালে 4 Years বাড়ানো হবে।
Indian Army Recruitment; Educational Qualification:
Application কারী প্রার্থীকে অবশ্যই কোনও একটি Recognized University থেকে 50% Number নিয়ে Undergraduate-level পরীক্ষায় পাশ করতে হবে। Undergraduate-level-র Last Year যে সকল Student-রা রয়েছেন তাঁরাও এই পদের জন্য Applicationform Submit করতে পারেন।
Age limit:
আবেদনকারী প্রার্থীর বয়স 1st July ,অবশ্যই 18-25 Years-র মধ্যে হতে হবে। 10th Class-র Board Exam এ যে Age-র উল্লেখ রয়েছে | শুধুমাত্র সেই Age কেই প্রার্থীর Real age হিসেবে গণ্য করা হবে।
Read More: Fabindia SBI Card: Shopping will be more profitable
Recruitment Process:
1st Graduate level এ প্রাপ্ত নম্বর ও NCC Certificate-র উপর নির্ভর করে application form গুলি Short list করা হবে। যে সকল প্রার্থী Selection phase এ Qualified হবেন, তাঁদের Interviews and physical examinations-র জন্য ডাকা হবে।
যে সকল প্রার্থী উত্তীর্ণ হবেন, তাঁদের চেন্নাইতে অবস্থিত Officers Training Academy-তে 49 Weeks-র Training-র মধ্য দিয়ে যেতে হবে। Training চলাকালীন প্রার্থীরা Monthly 56,100 টাকা Stipend হিসেবে পাবেন।
Read More: Realme Smart TV Full HD: launch is in India; get to know price & specification
How to apply?
প্রথমে আবেদনকারীকে Official Website (https://joinindianarmy.nic.in/) যেতে হবে।
এরপর Home Page এ ‘Officer Selection’ নামক Tab-র ভেতরে ‘Officer Entry Apply/Login’ নামক Link Click করবেন।
এর পর New Registration-র Link খুলে যাবে। সেখানে নিজের সব Details দিয়ে Register করবেন।
Short Service Commission NCC Course নামক Link click করবেন। সেখানে আপনার সব details ভরে Application Submit করুন। Application-র একটি Copy অবশ্যই Download করে নিজের কাছে রাখবেন।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।