CRPF Recruitment 2021:Apply soon, salary up to 1.7 lakh
Contents
CRPF Recruitment 2021: Central Reserve Police Force (CRPF) State Government-র অধীনে Recruit । কেন্দ্রীয় এই সংস্থার Official Website (https://crpf.gov.in/)-এ Assistant Commandant Civil Engineer পদের জন্য Recruitment Notice জারি করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা CRPF এর Official Website-এ গিয়ে Application করতে পারবেন।
Educational Qualifications
এই পদে Application-র জন্য প্রার্থীকে অবশ্যই কোনও Recognized University থেকে Holds a bachelor’s degree in civil engineering হতে হবে।
Age limit:
General Category-র প্রার্থীদের Application করার Highest age-limit করা হয়েছে 35 Years।
এছাড়াও State Government-র নিয়ম অনুসারে Government employee দের 5 Years-র Discount দেওয়া হবে।
CRPF Recruitment 2021: How to apply?
আগ্রহী প্রার্থীকে CRPF এর Official Website-এ গিয়ে একটি Application Form-র Print Out নিতে হবে।
বিশদে সব Fill Up করে Post-র মাধ্যমে বা গিয়ে Submit করতে হবে।
Read More: Aadhaar Card Update Online: Name, date of birth, now correct your Aadhaar card
Post-র মাধ্য়মে পাঠাতে হলে – DIG, Group Centre, CRPF, Rampur, District-Rampur, U.P.-244901- এই ঠিকানায় application করতে হবে। এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই Photocopy of document, two passport size-র ছবি এবং দু’টি খামের মধ্যে স্ট্যাম্প লাগিয়ে আবেদনকারীর Address লিখে দিতে হবে। খামের সামনে কোন post-র জন্য Application করা হচ্ছে সেটাও লিখে দিতে হবে। লিখতে হবে- Central Reserve Police Force Assistant Commandant (Engineer/Civil) Exam, 2021।
Read More: E-POS fingerprint scanning: You can make rations with fingerprint Learn more |
Application Fee:
General Category: Application fee- 400। Indian Postal Orders এবং Bank Drafts মাধ্যমে Fee জমা করতে হবে। 30th June-র পরের জারি করা Draft যোগ্য বলে মানা হবে। SC/ST এবং women Candidate দের জন্য Application fee-তে ছাড় দেওয়া হয়েছে।
The selection process:
একাধিক পরীক্ষায় সফল হতে হবে। Physical Standard Test (PST), Physical Efficiency Test (PET), Written Test, Medical & Interview -এর মাধ্যেমে Recruit করা হবে। নির্বাচিত প্রার্থীদের Salary হবে 56,100 টাকা থেকে শুরু করে 1,77,500 টাকা পর্যন্ত।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান |