smart update 24 , by Swastika Paul & Syed Mosharaf Hossain
ZENBO – আজকাল কার দিনে আমরা নিউ নরমাল টেকনোলজি র সাথে নিজেদের মানিয়ে নিতে ব্যাস্ত | এবং দিনের পর দিন বিজ্ঞানের আবিষ্কার ও বৃদ্ধি পাচ্ছে , সেরকমই এক আবিষ্কার হলো ASUS ZENBO | সে বেশ কিছু সামাজিক কাজ কর্ম করতে সক্ষম | আসুন জেনে নেওয়া যাক কী কী কাজ করতে পারে ZENBO |
Hear : এটি সাধারণ ভাবে কথা শুনতে এবং তার যথাযথ উত্তর দিতে সক্ষম |
Speak : এটি অন্য সব রোবোটের মতোই কথা বলতে এমনকি শিশুদের গল্প শোনাতে সক্ষম |
See : এটী তে রয়েছে অনেক উন্নত ক্যামেরা যা কোনো জিনিস কে নিক্ষুত ভাবে দেখতে সাহায্য করে , এছাড়া Face Recognizing Technology – এর দ্বারা ছবি তুলতে এবং ভিডিও কল করতে পারে এবং Remote Sensing – পদ্ধতির দ্বারা বাড়ির ইলেকট্রিক চালিত যন্ত্রপাতি ব্যবহারে সক্ষম |
Move : এটি খুব সহজে এক জায়গা থেকে অন্য আর একজায়গায় যেতে সক্ষম |
Connect : এতো আপনার অনলাইন এর সমস্ত কাজ করতেও সক্ষম |
Study : এটি পড়াশুনো করতে এবং অন্য কে পড়াতেও সক্ষম |
এই সবকিছু তক্ষন এই সম্ভব যখন সে আশেপাশের জিনিস বা পরিবেশ এ ব্যবহৃত জিনিস এর সাথে ইন্টারেক্ট করতে সক্ষম |এছাড়াও এর মধ্যে রয়েছে উন্নত ডিসপ্লে তার সাথে Android Technology 16 জিবি মেমোরি & 13 মেগাপিক্সেল ক্যামেরা | ব্যবহারকারী রা এটি কে স্মার্ট ফোন হিসাবে ব্যবহার করতে পারবেন যা স্মার্ট ফোন এর থেকে বেশি কাজ করতে সক্ষম | ZENBO – র কথা জেনে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান |