Get a Certificate From ISRO With This Free Online 5-Day Course
Contents
ISRO Online Certificate Course: Indian Space Research Organization (ISRO) বর্তমানে Machine Learning, Web GIS Technology এবং Earth Observation for Carbon Cycle Studies সম্পর্কিত তিনটি Online Certificate Online Course-র জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই Course গুলিতে আবেদনকারীরা India-র Space research সংস্থায় কর্মরত বিশিষ্ট Scientist দের সঙ্গে Communication-র এবং তাঁদের থেকে একাধিক বিষয়ে In acquiring knowledge-র সুযোগ পাবেন।
Indian Institute of Remote Sensing (IIRS) দ্বারা পরিচালিত, এই Online Course গুলি একেবারে Free। প্রতিটি কোর্সের মেয়াদ হবে 4-12 দিন।
Read More: E-POS fingerprint scanning: You can make rations with fingerprint Learn more |
Course টি সফলভাবে শেষে হওয়ার পর Student দের একটি করে Certificate দেওয়া হবে।
Undergraduate and postgraduate degrees অর্জনরত Student দের থেকে শুরু করে কর্মরত ব্যক্তিরাও এই কোর্সের জন্য Application জানাতে পারেন।
ISRO Online Certificate Course: Machine learning
বিভিন্ন Application গুলিতে Remote Sensing Data Processing এ কাজ করা পেশাদারদের জন্য এই Course টি করানো হবে। কোর্সটি তাঁদের Machine Learning সম্পর্কে বিশদে জানতে সাহায্য করবে। 5-7th july-র মধ্যে এই কোর্সটি করানো হবে।
Earth Observation for Carbon Cycle Studies:
এই কোর্সে নিযুক্ত প্রার্থীরা RS & GIS ব্যবহার করেEarth Observation Aspect, Carbon Modelling এবং Carbon Accessment-র কাজে নিযুক্ত থাকবেন। এটি একটি 5 Days-র Online Course। কোর্সটি শুরু হবে 21st June থেকে |
Web GIS Technology:
এটি 12 Days-র একটি কোর্স। এই কোর্সে প্রার্থীদের GIS Technology সম্পর্কে একটা সম্যক ধারণা প্রদান করা হবে।
কোর্সটির জন্য যে কেউ Application করতে পারেন।
আবেদন জানানোর জন্য আপনি IIRS-এর Website এ Registration করতে পারবেন।
এই অনলাইন কোর্সটি শুরু হবে 21st June এবং চলবে 2nd July পর্যন্ত।
Read More: Indian Army Recruitment 2021: Recruitment of 100 Vacant Women Candidates Learn more |
IIT Delhi, MTech in Electric Mobility নামে একটি নতুন Postgraduate program শুরু করবে।
এই কোর্সে মূলত Electric Vehicles, Drive Trains, Chargers, Charging Infrastructure, Battery Energy Storage Systems ইত্যাদি একাধিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
Interested Candidates apply here: (https://bit.ly/3zmxpek)
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।