Kharagpur IIT: Engineer passed from this cowherd IIT There is a foreign degree, how much do you know his income?
Kharagpur IIT Engineering Degree: IIT Khargpur থেকে পাশ করা Engineer। Foreign degree ও ঝুলিতে রয়েছে ।
America-র নামী সংস্থায় Job করতেন। কিন্তু সেই Job ও মন লাগছিল না। শেষে Job ছেড়ে গরু কিনে দুধ বেচে উপার্জন শুরু করলেন তিনি।
জানেন কি আজ তার বছরে আয় 44 Crore টাকা গরু কিনে দুধ বেচে!
Hyderabad এ কিশোরের জন্ম । সেখানেই ছোটবেলা কেটেছে তাঁর। তার পর America চলে যান আইআইটি Kharagpur IIT থেকে Engineering Degree পাশ করে ।
University of Massachusetts থেকে 2001সালে Postgraduate এবং 2005 সালে PhD Degree অর্জন করেন তিনি।
2005 সালেই rea Coordinator and Senior Process Engineering হিসাবে America-র Intel সংস্থায় কাজে যোগ দেন।
Read More: গণিত এর ভয় দূর করুন | PhotoMath ব্যবহার করুন |
এই সংস্থাতেই 2005-11 সাল পর্যন্ত কাজ করে গিয়েছেন তিনি। কিন্তু কিছুতেই মন বসাতে পারছিলেন না মোটা মাইনের এই চাকরিতে ।
চাকরি ছেড়ে দিয়ে দেশে ফিরে আসেন 2012সালে | তিনি তখনও জানতেন না দেশে ফিরে ঠিক কী করতে চলেছেন |
Hyderabad এ ফেরার পর কিশোরের দৃষ্টি আকর্ষণ করে একটি বিষয় | গরুর খাঁটি দুধের খুব আকাল সেখানে ।
সেই থেকেই মনস্থির করেন দুধের ব্যবসা করার তিনি।
Read More: ATUM 1.0 | ১০০ কিলোমিটার অতিক্রম করুন মাত্র ৭ টাকায় । জানুন বিস্তারিত ।
পাড়া-প্রতিবেশীরা ঠাট্টা করতে শুরু করেন, পাত্তা দেননি কিশোর।
কিশোর ছেলের নামে এক সংস্থা গড়ে তোলেন 2012 সালে Hyderabad ই ।
6 Years-র মধ্যে তাঁর Number of subscribers দাঁড়ায় 6000।