Local train services: Indian Railways to resume local train in West Bengal

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

When starting a local train in West Bengal? The train said


sf 1


Local train services: Covid 19 মোকাবিলায় West Bengal এ চলছে বিধিনিষেধ। Lockdown Situation রাজ্যে ফের থমকে গিয়েছে Local Train-র চাকা। আগামী 15th June পর্যন্ত বিধিনিষেধ জারি রয়েছে। এই পরিস্থিতিতে Local Train পরিষেবা না মেলায় দুর্ভোগে পড়েছেন Daily Passenger-রা।

Read More: Black Fungus Update: Can you catch black fungus from your refrigerator or onion? Read details

কবে থেকে ফের Local Train services চালু হবে?

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এই সময় বলেন, ‘Local Train পরিষেবা চালু করা পুরোপুরি State Government-র Decision। রাজ্যের আদেশে লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে । State Government বললে ফের চালু হবে। তবে, রাজ্য Release Paper দিলেই লোকাল ট্রেন চালু করা হবে। 15th June-র পর রাজ্য লোকাল ট্রেন চালাতে পুরোপুরি প্রস্তুত। এই মুহূর্তে মেল এক্সপ্রেসের সংখ্যা বাড়ানো হচ্ছে |

Group Cards
Google News View Now

Eastern Rail-র মতো লোকাল ট্রেন চালাতে প্রস্তুত Southeastern Railway ও।

এই প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক গীতা সরকার বলেন, ‘State Government’ যখনই বলবে, তখনই চালু করা হবে লোকাল ট্রেন।

Read More: Update KYC Online SBI now | Otherwise Bank Accountant Could be frozen |

আমাদের System তৈরি। Guidelines মেনে চলা হবে।

পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখায় একাধিক Railway worker Covid আক্রান্ত হয়েছিলেন। শেষমেশ লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করা হয় ।

এই পরিস্থিতিতে রেলকর্মীদের জন্য Special Train চালাচ্ছে Rail।

লোকাল ট্রেন বন্ধ থাকায় যাতায়াতে সমস্যার মুখে পড়েন Health workers and bank workers-রা। এবার তাঁরাও Special Train এ উঠতে পারবেন।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here