How to record a video call in Google Meet? : লকডাউনে ভারতের অধিকাংশ রাজ্য। আর এমনই এক পরিস্থিতিতে সরকারি থেকে বেসরকারি কর্মচারীরা ওয়ার্ক ফ্রম হোম করে চলেছেন। এই ওয়ার্ক ফ্রম হোমের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ভিডিয়ো মিটিং, যার জন্য এই মুহূর্তে বহু মানুষই Google Meet-এর শরণাপন্ন হয়েছে।
Zoom-এর মতোই এই প্ল্যাটফর্মেও আপনি চাইলে ভিডিয়ো কল রেকর্ড করতে পারেন। আর তার জন্য সুবিধাও অনেক কিছু পেতে পারেন। অনলাইন ক্লাস রেকর্ড করে, পরে তা বার বার দেখা যাবে। এছাড়াও কোনও অফিসের প্রজেক্ট নিয়ে আলোচনা হলে, তা পরে যখন খুশি দেখে নেওয়া সম্ভব।
MORE: Android 12: Google Pixel user interested in how to enable “Material You”
যদিও সবাই Google Meet ভিডিয়ো কল
রেকর্ড করতে পারেন না। শুধুমাত্র কোম্পানির সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট থেকে লগ-ইন করেই Google Meet-এ কল রেকর্ড করা যায়। অথবা শিক্ষক-শিক্ষিকারা Google Meet Classroom-এর মাধ্যমে ভিডিয়ো কল রেকর্ড করতে পারেন। G-Suite এন্টারপ্রাইজ মেম্বারদেরকেই শুধুমাত্র কল রেকর্ড করার সুযোগ দেয় Google। যদিও খুব সম্প্রতি সকলের জন্য সীমিত সময়ের জন্য এই ফিচার নিয়ে এসেছিল মার্কিন কোম্পানিটি।
How to record a video call in Google Meet?
- Google Meet ওপেন করে যে কোনও মিটিং জয়েন করুন।
- ডান দিকে নীচে তিনটি ডট মেনু দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
- এখানে ‘Reconding Meeting’ অপশনের ক্লিক করুন।
- তার পরে ‘Ask For Consent’ পপ আপ মেসেজে ক্লিক করে ‘Accept’ অপশন সিলেক্ট করুন।
- রেকর্ডিং বন্ধ করতে আবার ডান দিকে নীচে একই মেনু সিলেক্ট করুন।
- এবার ‘Stop Recording’ সিলেক্ট করে পপ আপে উইন্ডোতে কনফার্ম করুন।
এই ভাবেই আপনি খুব সহজে Google Meet-এ যে কোনও ভিডিয়ো কল রেকর্ড করতে পারবেন। রেকর্ডিং শেষ হলেই Google Drive-এর ‘Meeting Organizer’ ফোল্ডারে আপনার রেকর্ড করা ভিডিয়ো পেয়ে যাবেন।
Most states in India are in lockdown. And in such a situation, government to private employees are working from home. One of the most important aspects of this work from home is video meeting, for which many people have resorted to Google Meet right now.
Like Zoom, this platform also allows you to record video calls. And you can get a lot of benefits for him. By recording online classes, it will be seen again and again later. Also, when discussing an office project, it is possible to take a look at it later.
Although not everyone can record Google Meet video calls. Calls to Google Meet can only be recorded by logging in from a company account. Or teachers can record video calls through the Google Meet Classroom. Google only allows G-Suite Enterprise members to record calls.
Although very recently the US company came up with this feature for a limited time for everyone.
Record Video Call in G Meet:
How to record a video call in Google Meet -step by step process;
- Join any meeting by opening Google Meet.
- At the bottom right you will see three-dot menus. Click there.
- Click on the ‘Recording Meeting’ option here.
- Then click on the ‘Ask For Consent’ pop-up message and select the ‘Accept’ option.
- Select the same menu at the bottom right again to stop recording.
- Now select ‘Stop Recording’ and confirm in the pop-up window.
This way you can easily record any video call in Google Meet. Once the recording is complete, you’ll find your recorded video in Google Drive’s ‘Meeting Organizer’ folder.