Flying hubs will be built in India

India mulls new flight plan to cut foreign travel via hubs

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

India mulls new flight plan to cut foreign travel via hubs


fh 1


Flying hubs: আটটি উড়ান প্রশিক্ষণ কেন্দ্র বা Flying Training Academics সারা দেশে খুব শীঘ্রই তৈরি হতে চলেছে ।

Airport Authority of India এবং Ministry of Civil Aviation সূত্রে এই খবর জানানো হয়েছে।

পাঁচটি বিমানবন্দরে তৈরি করতে চলেছে এই Training Center গুলি দেশের ।

Group Cards
Google News View Now

ওই বিমানবন্দরগুলি হল, Belagavi and Kalaburgi in Karnataka, Jalgaon in Maharashtra, Khajuraho in Madhya Pradesh and Lilabari in Assam-তে।

মন্ত্রক সূত্রে জানা গেছে, India-কে Flight Training Center তৈরির লক্ষেই এই Project হাতে নেওয়া হয়েছে।

এর ফলে এ দেশের Trained-দের আর দেশের বাইরে Training নিতে যেতে হবে না।

Flying hubs made India mulls new flight plan: 

পাশাপাশি দেশ থেকে Training নিতে অনেকেই এ দেশে আসবেন।

Read More: 17 বছরের কন্যা প্রমাণ করলেন , বিশ্বের কনিষ্ঠ ডাক্তার হিসাবে | পড়ুন বিস্তারিত |

মন্ত্রকের এক কর্তা বলেন, এই উদ্যোগ India-র Aviation industry-কে অনেক বেশি স্বাবলম্বী করে তুলবে |

এবং India-র Self-reliance project কে আরও এগিয়ে নিয়ে যাবে। ওই কর্তা আরও জানান, দেশের এমন 5 টি বিমানবন্দরকে Training Center হিসেবে তৈরি করার জন্য বেছে নেওয়া হয়েছে যেখানে Flight-র Traffic অনেকটাই কম এবং সহজেই Training-র কাজ করা যাবে।

Read More: Online classes problem: There is no Internet, online classes every day to travel 6 km

Read More: Android 12 is coming to your smartphone, everything from privacy to design will change

জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে এই Training Center তৈরির জন্য Auction letter প্রকাশ করে Central Government।

Auction letter কে আকর্ষক করে তুলতে Annual rent ও অনেক কম করে দেওয়া হয়।

তবে Training Center গুলির সুরক্ষা এবং যাত্রীবাহী বিমান চালানোর Training দেওয়ার উপরে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কি না, তা যাচাই করে দেখে নেওয়া হয়েছে।

মাত্র 15 Lakhs টাকা ধার্য করা হয় rent হিসেবে। এর পর গত 31st May পাঁচটি সংস্থাকে নিলামের ভিত্তিতে Training Center গড়ে তোলার বরাত দেওয়া হয়েছে। ওই পাঁচটি সংস্থা হল, Asia-Pacific, Jetserv, Redbird, Reception and Skynex |

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান | বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন |

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here