Solar Eclipse | ২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে,
Solar Eclipse 2021: 2021 সালের প্রথম সূর্যগ্রহণ (solar eclipse) 10 ই জুন অর্থাৎ বৃহস্পতিবার হতে চলেছে । এবার সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতে হবে। এর থেকেও একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য হলো যে এই দিন শনি জয়ন্তী পালিত হবে। তাই এই বছর সূর্যগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Read More: Clone Train: Eastern Railways to start clone trains in these routes from 5th July
Whether we will see a solar eclipse?
এবার প্রশ্ন হল আমরা সূর্যগ্রহণ (solar eclipse) দেখতে পাবো কিনা? এখনো অবধি বলা হচ্ছে যে আংশিক রূপে (partial eclipse) সূর্যগ্রহণ ভারতে দেখতে পাওয়া যাবে।
Read More: ISI Recruitment 2021: for Engineer, Engineering Assistant, Assistant and Other Posts, Apply Online
Time and date of solar eclipse:
সূর্যগ্রহণ ১০ তারিখ দুপুরবেলা ১.৪২ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যে ৬:৪১ মিনিটে শেষ হবে। অন্তত পাঁচ ঘন্টা সূর্যগ্রহণের সময়সীমা থাকবে।
Read More: Download and Install Windows 11: How to install Windows 11 on your PC?
এছাড়াও ভারতের বাইরে উত্তর-পূর্ব আমেরিকা, ইউরোপ, এশিয়া, আটলান্টিক মহাসাগরের উত্তরাংশে আংশিক রূপে দেখা যাবে সূর্যগ্রহণ (partial eclipse)। এর পাশাপাশি গ্রীনল্যান্ড, কানাডার উত্তরাংশ ও রাশিয়ায় পূর্ণ সূর্যগ্রহণ (full eclipse) দেখতে পাওয়া যাবে।
Read More: SRM University: Twins from SRMAP Rs 50 lakh package to work with Google in Japan from West Bengal