Chrome OS for PC: Does refreshing increase the speed of the computer ?

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

What is the use of refresh in the computer?


re 1


Chrome OS for PC:  Windows operating system-র Dextop কিংবা File Explorer-র ফাঁকা অংশে Mouse-র Left Button Click করলে “Refresh” মেনু বেরিয়ে আসবে।

কেউ কেউ আবার Shortcut Button হিসেবে Key-Board-র ওপরের সারি থেকে F5 Button ও Click করেন।

So what is the job of a refresh?

Refresh-র কাজ কিন্তু পুরোপুরি Different। এটা Visual ভুলত্রুটি মাফ করে, Performance-র না। মানে Monitor এ যা দেখানোর কথা, রিফ্রেশ করার পর সেটারই Modified form দেখায়।

Group Cards
Google News View Now

আপনি Dextop থেকে একটি File Delete করেছেন। তবে অবাক হয়ে দেখলেন, সেটি এখনো Dextop-ই দেখাচ্ছে।

অথচ File-টি সেখানে থাকার কথা নয় | But Recycle Bin এ থাকতে পারে।

Computer-র Speed কোনো কারণে কমে গেলে অনেক সময় এমন সমস্যা দেখা দেয়।

এ অবস্থায় আপনি Refresh করলে File-টি আর আগের জায়গায় না দেখিয়ে Recycle Bin এ দেখাবে।

Size বেশি বড় হলে Recycle Bin এ না গিয়ে Permanently মুছে যাবে।

অর্থাৎ রিফ্রেশ করলে সেটাই ঠিকঠাকভাবে দেখাবে, যা দেখানোর কথা, । Computer Speed বাড়বে না।

But after refreshing, why does the speed seem to increase?

Chrome OS for PC: Computer এ যখন One Window থেকে Different Window-তে যাওয়া হয়, তখন RAM থেকে Operating System-র পেজ ফাইলে Data বিনিময় হয়।

এতে এক থেকে দুই Second লাগতে পারে। তখন সঙ্গে সঙ্গে অন্য কোনো Command দিলে Computer-র Speed কম মনে হয়।

আর ঠিক ওই সময়ে Speed বাড়ানোর জন্য আমরা Refresh করে থাকি।

রিফ্রেশ করলে অনেক সময় Computer-র Speed না বাড়িয়ে Slow ও দিতে পারে। কারণ, রিফ্রেশের কারণে Dextop-র দৃশ্যমান অংশ ঠিকঠাক করতে CPU-র Processing Power-র খানিকটা খরচ তো হয়ই।

তাই আপনার CPU যদি অন্য কাজে ব্যস্ত থাকে, তবে রিফ্রেশ করলে System Slow হতে পারে।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here