What is the use of refresh in the computer?
Chrome OS for PC: Windows operating system-র Dextop কিংবা File Explorer-র ফাঁকা অংশে Mouse-র Left Button Click করলে “Refresh” মেনু বেরিয়ে আসবে।
কেউ কেউ আবার Shortcut Button হিসেবে Key-Board-র ওপরের সারি থেকে F5 Button ও Click করেন।
So what is the job of a refresh?
আপনি Dextop থেকে একটি File Delete করেছেন। তবে অবাক হয়ে দেখলেন, সেটি এখনো Dextop-ই দেখাচ্ছে।
অথচ File-টি সেখানে থাকার কথা নয় | But Recycle Bin এ থাকতে পারে।
Computer-র Speed কোনো কারণে কমে গেলে অনেক সময় এমন সমস্যা দেখা দেয়।
এ অবস্থায় আপনি Refresh করলে File-টি আর আগের জায়গায় না দেখিয়ে Recycle Bin এ দেখাবে।
Size বেশি বড় হলে Recycle Bin এ না গিয়ে Permanently মুছে যাবে।
অর্থাৎ রিফ্রেশ করলে সেটাই ঠিকঠাকভাবে দেখাবে, যা দেখানোর কথা, । Computer Speed বাড়বে না।
But after refreshing, why does the speed seem to increase?
এতে এক থেকে দুই Second লাগতে পারে। তখন সঙ্গে সঙ্গে অন্য কোনো Command দিলে Computer-র Speed কম মনে হয়।
আর ঠিক ওই সময়ে Speed বাড়ানোর জন্য আমরা Refresh করে থাকি।
তাই আপনার CPU যদি অন্য কাজে ব্যস্ত থাকে, তবে রিফ্রেশ করলে System Slow হতে পারে।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।